Short News

Ferrari 812 সুপারফাস্ট ভারতে এল

Ferrari 812 সুপারফাস্ট ভারতে এল

Ferrari 812 এবার ভারতের বাজারে এল। ভারতের বাজারে গাড়িটির এক্স শো-রুম প্রাইজ ৫.২ কোটি টাকা। এই গাড়িটিকেই সবথেকে শক্তিশালী বলে দাবি করা হচ্ছে সংস্থার পক্ষ থেকে। এতে আছে ৬.৫ লিটার V12 ইঞ্জিন রয়েছে যা ৭৮৯ বিএইচপির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দেবে। লাল, নীল এবং রুপোলি রংয়েই পাওয়া যাচ্ছে Ferrari 812। 
‘মহাভারত’ শুরু করতে চাইছেন আমির খান

‘মহাভারত’ শুরু করতে চাইছেন আমির খান

‘ঠাগস অফ হিন্দুস্থান'-এর শুটিং শেষ হলে ‘মহাভারত' শুরু করতে চাইছেন আমির খান। সেই প্রজেক্ট এবার নাকি প্রযোজনা করতে পারে আম্বানি গ্রুপ। যদিও এই খবরের সত্যতা জানা যায়নি। এই নিয়ে আমির খান বা আম্বানিদের কেউই কিছু বলেননি। আপাতত ‘ঠাগস অফ হিন্দুস্থানের' শুটিংয়ে ব্যস্ত আমির খান। 
গোপন ডেরা থেকে ভিডিও বার্তা গুরুংয়ের

গোপন ডেরা থেকে ভিডিও বার্তা গুরুংয়ের

গোপন ডেরা থেকে ভিডিওবার্তা দিলেন ফেরার মোর্চা নেতা বিমল গুরুং। শোনা যাচ্ছিল নেপালের ইলম থেকে STF গ্রেপ্তার করেছে বিমল গুরুংকে। বার্তায় সেই গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানান গ্রেপ্তার হননি, সুরক্ষিত আছেন। মোর্চা নেতা রোশন গিরি ওই ভিডিওবার্তা সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেন। 
কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত ২ সেনা, ২ পুলিশকর্মী

কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত ২ সেনা, ২ পুলিশকর্মী

কাশ্মীরের কুপওয়ারায় আজ নতুন করে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় জওয়ানদের। এই সংঘর্ষে দুজন সেনা জওয়ান, দুজন পুলিশকর্মী নিহত হয়েছেন। গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। অন্যদিকে পুঞ্চের বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর আজও গুলি চালায় পাক সেনা।