Short News

সিঙ্গাপুরে নীরব মোদীর দোকানে দিব্যি চলছে কেনা কাটা

সিঙ্গাপুরে নীরব মোদীর দোকানে দিব্যি চলছে কেনা কাটা

বহাল তবিয়তে সিঙ্গাপুরে ব্যবসা চলেছে নীরব মোদীর অলঙ্কার বিপণিতে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে জালিয়াতির ঘটনায় ভারতে নীরব মোদীর স্টোরগুলি বন্ধ হয়ে গেছে। কিন্তু সিঙ্গাপুরের স্টোরে এর কোনও প্রভাব পড়েনি। ওই স্টোরে ভারতীয় পর্যটক এবং ভারতীয় বংশোভূতদের ভিড়ও নাকি চোখে পড়ার মত। 
আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ পেল পুণে

আইপিএলের দুটি প্লে-অফ ম্যাচ পেল পুণে

আইপিএল গর্ভনিং কাউন্সিলের বৈঠকের পর জানানো হয়েছে একটি এলিমিনেটর ও একটি সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচ দেওয়া হয়েছে পুণতে৷ এমসিএ স্টেডিয়ামে ম্যাচ দুটি যথাক্রমে ২৩ ও ২৫ মে অনুষ্ঠিত হবে৷ একাদশ আইপিএলে পুণে সুপারজায়ন্ট ফ্যাঞ্চাইজিটি না থাকলেও প্রবলভাবে যেন রয়ে গেল পুণে৷ 
দাদা অর্জুন কপূরের বাড়িতে নৈশভোজ সারতে বাবার সঙ্গে এল শ্রীদেবীর দুই কন্যা

দাদা অর্জুন কপূরের বাড়িতে নৈশভোজ সারতে বাবার সঙ্গে এল শ্রীদেবীর দুই কন্যা

অর্জুন কপূরের বাড়িতে নৈশভোজ সারতে দুই মেয়ে জাহ্নবি ও খুশিকে নিয়ে এলেন বনি কাপুর। শ্রীদেবীর মৃত্যুর পর তাঁর দুই মেয়ে জাহ্নবি ও খুশি যাতে মায়ের অভাব না অনুভব করে সেজন্য বনি সব রকমের চেষ্টা করছেন। সম্প্রতি খুশিকে নিয়ে হিচকি-র স্পেশ্যাল স্ক্রিনিংয়ে গিয়েছিলেন বনি। বনির সন্তানদের মধ্যে দূরত্ব অনেকটাই কমে গিয়েছে।  
বিহারে হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৪

বিহারে হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৪

বিহারের সীতামারিতে জাতীয় সড়ক থেকে ছিটকে গেল বাস৷ এতে অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ জখম অনেকে৷ স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, বাসটি ৭৭ নম্বর জাতীয় সড়ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়েছে একটি শুকনো খালে৷ জখম হয়েছেন অনেকে৷ যাত্রীদের বেশিরভাগই মৃত বলেই আশঙ্কা৷