Short News

ঋণ খেলাপ সংক্রান্ত নতুন নীতি আনল আরবিআই

ঋণ খেলাপ সংক্রান্ত নতুন নীতি আনল আরবিআই

ঋণ খেলাপ সংক্রান্ত নীতি আরও কঠোর করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।এবার অভিযুক্তের বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়ার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। ২০১৮-এর পয়লা মার্চ থেকে চালু হবে এই নীতি। বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ব্যর্থ হলে, তাদের জরিমানা করা হবে। 
কুকুরের আক্রমণে হাসপাতালে ভর্তি টেলি অভিনেত্রী

কুকুরের আক্রমণে হাসপাতালে ভর্তি টেলি অভিনেত্রী

রীনা আগ্রওয়াল ‘ক্যেয়া হাল মিস্টার পঞ্চাল'র শ্যুট চলাকালীন কুকুরের আক্রমণে হাসপাতালে ভর্তি হন৷ শ্যুটিংয়ের দৃশ্যটি ছিল কুকুরটার সঙ্গেই৷ শ্যুট চলতে চলতে হঠাৎই কুকুরটা আক্রমণাত্মক হয়ে ওঠে, রীনার মুখে কামড় বসায়৷ গুরুত্বর জখম অভিনেত্রী৷ ডাক্তাররা জানিয়েছেন তাঁকে কমপক্ষে এক মাসের জন্য বেডরেস্টে থাকতে হবে৷
হায়দরাবাদকে ১৫ রানে হারাল পঞ্জাব

হায়দরাবাদকে ১৫ রানে হারাল পঞ্জাব

আজ মোহালিতে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ ও পঞ্জাব। আজ টসে জিতে টসে জিতে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট করতে নামে পঞ্জাব। গেইলের ঝোড়ো ব্যাটিং-এ ভর করে ১৯৩ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। গেইলের (১০৪) ব্যাটে এল একাদশ আইপিএলের প্রথম সেঞ্চুরি। ব্যাট করতে নেমে ১৭৮ রানে শেষ হল হায়দরাবাদের ইনিংস।  
বিচ্ছেদ মিলিন্দ-অঙ্কিতার?

বিচ্ছেদ মিলিন্দ-অঙ্কিতার?

বিয়ের আগেই কি বিচ্ছেদ হয়ে গেল মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনওয়ারের? তবে উত্তর দিলেন অঙ্কিতা। সম্প্রতি মিলিন্দের সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অঙ্কিতা কোনওয়ার। শুধু তাই নয়, যাঁরা তাঁদের বিচ্ছেদ নিয়ে জল্পনা শুরু করেছেন, তাঁদের ধারণা একেবারেই সঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।