Short News

‘বাহুবলী’কে টেক্কা দিতে না কি আসছে ভোজপুরী ‘মহাবলী’

‘বাহুবলী’কে টেক্কা দিতে না কি আসছে ভোজপুরী ‘মহাবলী’

এবার সেই বাহুবলীকেই নাকি টেক্কা দিতে আসছে বীর যোদ্ধা মহাবলী৷ খবর অন্তত তেমনটাই৷ সব রেকর্ড ভাঙতে তৈরি ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি৷ এই মহাবলীও বাহুবলীর মতো তৈরি হচ্ছে পাঁচটি ভাষাতে৷ সম্প্রতি মুক্তি পেয়েছ ছবির ফার্স্ট লুক৷ অভিনেতা দিনেশ লাল যাদব নিরহুয়া রয়েছেন মুখ্য চরিত্রে৷ ছবির পরিচালক ইকবাল বক্শ৷  
বলিউডকে কানাডা নিয়ে যাবেন ট্রুডোঃ শাহরুখ খান

বলিউডকে কানাডা নিয়ে যাবেন ট্রুডোঃ শাহরুখ খান

ভারত-কানাডা যৌথ প্রযোজনায় ছবি তৈরি হোক, ভারতে এসে বি-টাউনের কাছে প্রস্তাব রাখলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের অনেক উদ্যোগপতি-সহ বি-টাউনের কিং শাহরুখের সঙ্গেও কথা বলেন তিনি। ট্রুডোর ভাবনাকে সম্মান জানিয়ে শাহরুখও ইন্দো-কানাডা যৌথ প্রযোজনয়া ছবি বানানোর কথা বলেন। 
নন্দকুমারেভ মদ্যপ স্বামীর অত্যাচারে আত্মঘাতী স্ত্রী

নন্দকুমারেভ মদ্যপ স্বামীর অত্যাচারে আত্মঘাতী স্ত্রী

স্বামী সবসময় নেশায় আসক্ত থাকে। ফলে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত পরিবারে। অশান্তির মাত্রা বেড়ে যাওয়ায় বাড়ির মধ্যে গলায় কাপড় জড়িয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার জসনান গ্রামে। মৃতার নাম অনিমা খান (৩৫)। অনিমার স্বামী সঞ্জয় খানকে আটক করেছে পুলিশ৷  
আলিবাগে নীরবের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই

আলিবাগে নীরবের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই

পিএনবি প্রতারণাকাণ্ডে নীরব মোদীর আলিবাগের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই। সিবিআই জানিয়েছে ২০০৪ সালে ৩২ কোটি টাকা দিয়ে প্রায় দেড় একরের ওপর বিস্তৃত আরবসাগরের থেকে কার্যত ঢিসছোঁড়া দূরত্বে অবস্থিত ওই ফার্মহাউস কেনেন নীরব। মূলত, সেখানে নিজের হিরের সংগ্রহ প্রদর্শন করতে বিশেষ পার্টির আয়োজন করতেন নীরব।