Short News

কেমন রেজাল্ট করল সৌরভ-ডোনার মেয়ে সানা?

কেমন রেজাল্ট করল সৌরভ-ডোনার মেয়ে সানা?

ক্লাস টেনের পরীক্ষায় ৯৬ শতাংশেরও বেশি নম্বর পেয়েছে সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়ের সানা। মায়ের মত নাচ করতে ভালোবাসলেও পড়াশোনা নিয়েও সানা বেশ সিরিয়াস। অর্থনীতি সানার পছন্দের বিষয়। ইকনমিক অ্যাপ্লিকেশন্‌সে সে পেয়েছে ৯৮। ভবিষ্যতে অর্থনীতি নিয়ে বিদেশে গিয়ে পড়তে চায় সে। আপাতত লোরেটো হাউসেই ইলেভেনে ভর্তি হবে সে। 
আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল যমজ দুই ভাই

আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল যমজ দুই ভাই

রোহন আর রাহুল চেম্বাকাস্সেরিল নাম যমজ দুই ভাই আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল। দুজনেই পেয়েছে ৯৬.৫ শতাংশ। ভবিষ্যতে তারা দুজনেই বিজ্ঞান নিয়ে পড়তে চায়। তাদের মা সোনাল জানিয়েছেন, শুধু দেখতেই রাহুল, রোহন এক নয়, তাদের অভ্যেসও পুরোপুরি এক। 
বাংলার ভুল মানচিত্র দিয়ে বিপাকে বিজেপি নেতা

বাংলার ভুল মানচিত্র দিয়ে বিপাকে বিজেপি নেতা

টুইটারে পশ্চিমবঙ্গের মানচিত্রের বিকৃতির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচন হয়নি বলে টুইটারে দাবি করেন সুনীল দেওধর। তিনি যে ছবিটি পোস্ট করেছিলেন সেটি ছিল পশ্চিমবঙ্গের মানচিত্র, কিন্তু কোচবিহার ও দার্জিলিং ছিল না তাতে। পরে সুনীল দেওধর ছবিটি সরিয়ে দেন। এই নিয়ে তৈরি হয় বিতর্ক। 
অরুণাচল সীমান্তের কাছে সোনার খনিতে খনন চিনের

অরুণাচল সীমান্তের কাছে সোনার খনিতে খনন চিনের

অরুণাচল প্রদেশ সীমান্তের একেবারে কাছে খননকার্য শুরু করল চিন। এই কাজ চালানো হচ্ছে চিন-নিয়ন্ত্রিত দক্ষিণ তিব্বতের লুঞ্জে প্রদেশে। আশঙ্কা, আদতে এই খননকার্যের আড়ালে ধীরে ধীরে অরুণাচলের দিকে এগোতে চাইছে চিন।খনির কোনও অংশ যদি ভারতের মধ্যে পড়ে, সেগুলি হস্তগত চলতে পদক্ষেপ নিতে পারে তারা।