দীপিকা প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন মাজিদি
বিনোদন
- 9 days ago
কেন দীপিকার সঙ্গে এই স্বনামধন্য পরিচালক কাজ করলেন না ? এই প্রশ্ন সকলের মনেই জেগেছিল। কিন্তু এ নিয়ে কখনও মুখ খোলেননি মাজিদি বা দীপিকা কেউই। এতদিন বাদে ছবির প্রচারে এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খোলেন মাজিদি। তিনি জানান, ছবির সেট-এ বাকি কলাকুশলীদের সঙ্গে ঠিকঠাক ভারসাম্যে তিনি দীপিকাকে আনতে পারেননি।