Short News

আবার ফিরছে লায়লা মজনুর প্রেম

আবার ফিরছে লায়লা মজনুর প্রেম

‘বালাজি মোশন পিকচার্স' তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে। তলায় ক্যাপশনে লেখা ছিল ‘‘কিছু প্রেম কখনও মরে না। তারা বারবার ফিরে আসে!'' জানা গেছে ইমতিয়াজ আলির ভাই নবাগত সাজিদ আলি নতুন ভাবে নিয়ে আয়ছেন লায়লা মজনুকে। আগামী ৪ মে মুক্তি পেতে চলেছে এই ছবি। 
সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল প্রিয়া প্রকাশ

সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল প্রিয়া প্রকাশ

প্রিয়া প্রকাশের বিরুদ্ধে বিভিন্ন এফআইআর দায়ের হয়েছে। অভিযোগ উঠেছে তিনি মুসলিম ধর্মের প্রতি অবমাননা করেছেন। এবার তাই সুপ্রিম কোর্টে গেলেন প্রিয়া প্রকাশ। তাঁর সঙ্গে গেছেন ছবির পরিচালক। তাঁরা বলছেন শিল্পীর ভাব প্রকাশের মৌলিক অধিকার রয়েছে। তাই যেন তাদের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়া হয়। 
দেবী লক্ষীর আগমণ ঘটাতে কী কী নিয়ম মেনে চলা উচিত?

দেবী লক্ষীর আগমণ ঘটাতে কী কী নিয়ম মেনে চলা উচিত?

মা লক্ষী হলেন সমৃদ্ধির দেবী। তাই তো গৃহস্থে মায়ের পায়ের ছাপ পরার প্রয়োজনকে কোনওভাবেই উপেক্ষা করা সম্ভব নয়। আর একথা তো সবারই জানা আছে যে মায়ের একবার আগমণ ঘটলে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই। সেই সঙ্গে সুখ-শান্তির ঝাঁপি কখনও খালি হয় না।

ছোটপর্দায় পা রাখছেন মিনিশা লাম্বা

ছোটপর্দায় পা রাখছেন মিনিশা লাম্বা

‘টেনালি রামা' সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রী মিনিশা লাম্বাকে। এই সিরিয়ালে একজন ফ্যান্টাসি ক্যারেক্টারে অভিনয় করতে চলেছেন তিনি। নায়িকার বিপরীতে দেখা যাবে, অভিনেতা কেইথ সিকিউরাকে। ২০১৩ সালের ‘জিলা গাজিয়াবাদ' সিনেমায় শেষবার মিনিশাকে দেখা গিয়েছিল।