Short News

কাঠুয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে মুখর প্রিয়াঙ্কা চোপড়া

কাঠুয়া ধর্ষণকাণ্ডের প্রতিবাদে মুখর প্রিয়াঙ্কা চোপড়া

কাঠুয়া ধর্ষণকাণ্ড নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। টুইট করে তিনি বলেন গোটা ঘটনায় তিনি প্রচণ্ড বিরক্ত। ঘটনার পরও যে কোনও সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দেশের আইনি ব্যবস্থা, সেই নিয়েও দুঃখপ্রকাশ করেছেন তিনি৷ 
দীপিকার সঙ্গে একান্তে রণবীর কাপুর

দীপিকার সঙ্গে একান্তে রণবীর কাপুর

ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর কাপুরের সঙ্গে স্টেজে দাঁড়িয়ে রয়েছেন দীপিকা পাডুকন। তাঁদের সঙ্গে রয়েছেন শাবানা আজমিও। বলিউড অভিনেত্রী যখন পাপারাত্জির সঙ্গে কথা বলতে ব্যস্ত, সেই সময় রণবীর, দীপিকাকে দেখা যায় একান্ত আলাপচারিতায় ব্যস্ত থাকতে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। 
ট্রোলদের মুখ বন্ধ করে দিলেন পলক, শ্বেতা তিওয়ারির মেয়ে

ট্রোলদের মুখ বন্ধ করে দিলেন পলক, শ্বেতা তিওয়ারির মেয়ে

নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পলক পোস্ট করেন তাঁর ফটোশ্যুটের ছবি। এক ছবি দেখে মন্তব্য হয়, সুন্দর ঠোঁট পেতে নিশ্চয় সার্জারি করিয়েছেন তিনি। একজন লেখেন, বোটক্স লিপস। সঙ্গে সঙ্গে পলক জবাব দেন, তাঁর বয়স মাত্র ১৭, এখনই তিনি কার পছন্দ হল আর কার হল না তা ভেবে নিজের চেহারায় বদল আনতে আগ্রহী নন। 
৫ বছরের নাতনিকে যৌন নির্যাতন করতেন ঠাকুমা

৫ বছরের নাতনিকে যৌন নির্যাতন করতেন ঠাকুমা

নির্যাতিতা শিশুরা মা এনিয়ে কাটোয়া থানায় অভিযোগও দায়ের করেছেন। ওই গৃহবধূর অভিযোগ, তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে পাঁচ বছরের মেয়ের উপরে যৌন নির্যাতন চালিয়ে গিয়েছে শ্বাশুড়ি। শিশুটিকে মঙ্গলবার কাটোয়ার এক স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যান ওই গৃহবধূ। সেখানে চিকিৎসক ওই শিশুর যৌনাঙ্গ থেকে কন্ডোমের অংশ বের করেছেন।