Short News

বিয়ের অনুষ্ঠানে থাকার প্রস্তাব বাতিল রণবীর সিং-এর

বিয়ের অনুষ্ঠানে থাকার প্রস্তাব বাতিল রণবীর সিং-এর

মাত্র ৩০ মিনিটের জন্যই নাকি তিনি পেয়ে যেতেন ২ কোটি টাকা। আর কাজ বলতে শুধু হাসি মুখে লোকের সঙ্গে গল্প করা। কিন্তু সেই কাজটাও এক মুহূর্তও না ভেবেই বাতিল করে দিলেন রনবীর সিং। কারণ হিসেবে এই অভিনেতা জানালেন, তিনি একটা কাজ করতে করতে কখনই আরেকটা কাজে হাত দেন না। 
ম্যাকডোনাল্ডসের ‘সি’  কেন ছোট হরফের?

ম্যাকডোনাল্ডসের ‘সি’ কেন ছোট হরফের?

খেয়ার করে দেখবেন ম্যাকডোনাল্ডসের ‘সি' হরফটি সবসময়ই ছোট হয়ে থাকে। ম্যাক সংক্রান্ত যে কোনও বানানের ক্ষেত্রেই এটা দেখা যায়। ম্যাক ‘Mac' কেই ছোট করে এমসি ‘Mc' লেখা হয়। এই ম্যাকের মানে হল ছেলে। ম্যাককে ছোট করে ‘Mc' লেখা হয়। 
শাহিদ-ঈশান কে নিয়ে ফিল্মের জল্পনা

শাহিদ-ঈশান কে নিয়ে ফিল্মের জল্পনা

দাদা শাহিদের সঙ্গে তিনি অভিনয় করতে রাজি কি না , সেই প্রশ্নের উত্তরে উচ্ছসিত ঈশান জানান, তিনি দাদার সঙ্গে একই ফিল্মে কাজ করতে ইচ্ছুক। , 'প্রার্থনা করি এটার জন্য।.. সবাই এরকম বলছে, তার কারণ সবাই নিশ্চয় কোনও সম্ভাবনা দেখেছেন আমাদের দুজনেকে ঘিরে।' ঈশান জানান, এটা যদি সত্যি হয় তাহলে সবচেয়ে খুশি তিনি হবেন।
টি ২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ক্রিস গেইল

টি ২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন ক্রিস গেইল

গতকাল পঞ্জাবের হয়ে ১০৪ রানের একটি ইনিংস খেলেন ক্রিস গেইল। ১১ টি ছক্কা ও ১ টি বাউন্ডারি মারেন তিনি। সেই সঙ্গে টি ২০ ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটসম্যান। এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কার রেকর্ড গড়লেন তিনি।এই নিয়ে ১৬ বার একটি ইনিংসে ১০ বা তার বেশি ওভার বাউন্ডারি মারলেন গেইল।