Short News

দিলীপ কুমারের বাড়িতে দেখা করতে গেলেন শাহরুখ

দিলীপ কুমারের বাড়িতে দেখা করতে গেলেন শাহরুখ

দিলীপ কুমারের সঙ্গে দেখা কর়তে তাঁর বাড়িতে গেলেন শাহরুখ খান। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ দিলীপ কুমার ও সায়রা বানুর সঙ্গে দেখা করতে তাঁদের বাড়ি পৌঁছান শাহরুখ। প্রবীণ অভিনেতা কেমন আছেন সে বিষয় খোঁজখবরও নেন তিনি। তোলেন ছবিও। দিলীপ কুমারের টুইটারের তরফে শাহরুখ ও দিলীপ কুমারের সাক্ষাতের কথা জানানো হয়।   
শাড়ি পরে ট্রোলড স্বরা

শাড়ি পরে ট্রোলড স্বরা

গত দু'দিন আগে কালো পাড় সাদা ডিজাইনার শাড়ি পরে তিনি পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের একটি অনুষ্ঠানের উদ্বোধনে। আর সেই শাড়ি পরা ছবি নিজেই আবার ইনস্টাগ্রামে পোস্টও করেছিলেন। অনেকেই তাঁর ওই শাড়ি পরিহিতা মডার্ন লুককে জাতির অপমান বলে মনে করছেন। অনেকে ‘পদ্মাবত'-এর প্রসঙ্গ টেনে এনে তাঁর এই পরীক্ষামূলক পোশাককে অপমান করেছেন। 
বাথরুমের বালতিতে ‘সলিল সমাধি’ একরত্তি শিশুর, মর্মান্তিক ঘটনায় শূন্য মায়ের কোল

বাথরুমের বালতিতে ‘সলিল সমাধি’ একরত্তি শিশুর, মর্মান্তিক ঘটনায় শূন্য মায়ের কোল

হঠাৎ খেলতে খেলতে বাথরুমে ঢুকে গিয়েছিল বছর দেড়েকের ছোট্ট রাজগোপাল। বাড়ির কাজে ব্যস্ত মা টেরও পাননি দস্যি ছেলের এই কাণ্ড। খেয়াল হতেই রাজগোপাপালের খোঁজ পড়ল। দুধের শিশুর খোঁজে বাথরুমে ঢুকেই চক্ষু চড়কগাছ মায়ের। ভরা বালতিতে মাথা গুঁজে পড়ে রয়েছে নিথর ছোট্ট দেহটা।

ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের পরবর্তী প্ল্যান কী! মুখ খুললেন সুন্দরী

ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের পরবর্তী প্ল্যান কী! মুখ খুললেন সুন্দরী

তাঁর চাউনি ,তাঁর হাসি সব কিছুই শীতলতা বইয়ে দেয় যুবক হৃদয়ে। তাঁর এক চোখের পলক পড়াতেই কাত কাশ্মীর থেকে কন্যা কুমারীর বহু পুরুষ হৃদয়!  তাঁকে ঘিরে কৌতূহলের শেষ নেই তাঁর ভক্তদের। এবার এই অভিনেত্রীর পরবর্তী প্ল্যান নিয়ে উঠে এল কয়েকটি তথ্য।