Short News

'পদ্মাবত'-এ অভিনয়ের জন্য এই অনন্য সম্মানে ভূষিত শাহিদ

'পদ্মাবত'-এ অভিনয়ের জন্য এই অনন্য সম্মানে ভূষিত শাহিদ

এবার শাহিদ কাপুর! 'দাদা সাহেব ফালকে' সম্মানে এবার ভূষিত হতে চলেছেন শাহিদ কাপুর। 'পদ্মাবত' ছবির জন্য তাঁকে এই অনন্য সম্মান দেওয়া হচ্ছে। ছবিতে শাহিদেরঅভিনয় মন ভরিয়ে দিয়েছে দর্শকদের। আর সেই জন্যই এই অনন্য সম্মান। ছবিতে মহরওয়াল রতন সিং এর ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ।    
জিভার চুল শুকিয়ে দিলেন ধোনি

জিভার চুল শুকিয়ে দিলেন ধোনি

বুধবার বেঙ্গালুরু মাঠে ধামাকা দেখিয়ে এসেছিলেন। তবে মেয়ে জিভার কাছে যখনই ধোনি থাকেন তখন জিভাকে ঘিরেই থাকে তার জগত। বুধবার ম্যাচ জেতার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মাহি। যেখানে দেখা যাচ্ছে ড্রায়ার দিয়ে তিনি জিভার চুল শুকিয়ে দিচ্ছেন। ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। 
নতুন দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া

নতুন দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া

নয়া রাজনৈতিক দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নয়া দল ঘোষণা করেন বাইচুং। তাঁর দলের নাম ‘হামরো সিকিম পার্টি'। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সঙ্গে নিয়ে রাজনীতির লড়াইয়ে নামবেন বলে জানান বাইচুং। আগামী বছরই বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে এই দল। 
নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য কী করছে চিন?

নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য কী করছে চিন?

ভারতের প্রধানমন্ত্রীর চিন সফরের আগে চিন মোদীর নিরাপত্তা নিয়ে কোনও ফাঁক রাখতে চাইছে না। যে হোটেলে থাকবেন মোদী, তার কোনও জানালা বন্ধ থাকবে। এমনকি হোটেলের সামনে থাকা কোনও বাড়ির জানালা খোলা যাবে না। বুহানে মোদীর সঙ্গে চিনা প্রেসিডেন্ট জিনপিংয়ের বৈঠক হবে বলে জানা গেছে।