Short News

অকাল বোধন 'উমা'-র!  দেখুন মন ভরিয়ে দেওয়া ভিডিও

অকাল বোধন 'উমা'-র! দেখুন মন ভরিয়ে দেওয়া ভিডিও

কখনও ভেবে দেখেছেন কি এই দূর্গাপুজোর গায়ে কাঁটা দেওয়া আমেজ বছরের অন্য কোনও সময় ধরা গেলে তা কীরকম হবে? আর দূর্গপুজোকে অন্য সময়ে আয়োজন করার কারণ যদি কারোর 'শেষ ইচ্ছে'কে পূরণ করা হয় ,তাহলে সেই পূজো ঘিরে কেমন আবহ তৈরি হতে পারে? এই সব প্রশ্নের উত্তর দিচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উমা'।
যশবন্ত সিনহার দলত্যাগের পর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক শত্রুঘ্ন

যশবন্ত সিনহার দলত্যাগের পর বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক শত্রুঘ্ন

মোদী সরকারের উপর ক্ষুব্ধ হয়েই দল ছেড়েছেন যশবন্ত সিনহা।। এবার বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন আর এক বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা। তিনি জনিয়েছেন, তিনি নিজে থেকে দল ছাড়বেন না। প্রয়োজনে তাঁকে তাড়িয়ে দিতে পারে বিজেপি। যশবন্তের ডাকে এক অনুষ্ঠানে গিয়ে একথা বলেন শত্রুঘ্ন সিনহা। 
পেট্রাপোল সীমান্তে পাসপোর্ট দেখার নামে ৬ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ অন্তঃসত্তার

পেট্রাপোল সীমান্তে পাসপোর্ট দেখার নামে ৬ ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ অন্তঃসত্তার

পাসপোর্ট দেখার নামে পেট্রাপোল সীমান্তে অন্তঃসত্ত্বাকে প্রায় ৬ ঘণ্টা ঠায় রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ অভিবাসন দফতরের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি মহিলা। অবস্থার অবনতি হলে নিয়ে আসা হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। পেট্রাপোল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  
আলিপুরে চলন্ত ট্রাকে আগুন

আলিপুরে চলন্ত ট্রাকে আগুন

বৈদ্যুতিন সামগ্রী নিয়ে যাওয়ার পথে আলিপুরের লালবাতি মোড়ে চলন্ত ট্রাকে আগুন। ভস্মীভূত লক্ষাধিক টাকার সামগ্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই ট্রাকের সামনের দিকে আগুন লাগে। সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে পুলিশ ও দমকলে খবর দেন চালক। দমকলের আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।