Short News

অজয় দেবগণের মৃত্যুর ভুয়ো খবর ছড়াল

অজয় দেবগণের মৃত্যুর ভুয়ো খবর ছড়াল

সেলিব্রিটিদের মৃত্যুর ভুয়ো খবরের তালিকায় এবার যোগ হব অজয় দেবগণের নাম। সম্প্রতি অজয় দেবগণকে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাতে বলা হয় মহাবালেশ্বরে নাকি একটি হেলিকপ্টার ভেঙে পড়েছে। তাতে অজয় দেবগণ ছিলেন । মহাবালেশ্বর থানার পুলিশ পরে জানায় এমন কোনও ঘটনা ঘটেনি। 
প্লে-অফে কলকাতা ওঠার পর এই বার্তা দিলেন শাহরুখ

প্লে-অফে কলকাতা ওঠার পর এই বার্তা দিলেন শাহরুখ

কলকাতার শনিবাসরীয় জয় শাহরুখকে অনেকটাই স্বস্তি দিয়েছে। টুইট করেছেন, "এই হাসিমুখগুলো দেখার জন্য আমি ২৪ ঘণ্টাও জেগে থাকতে পারি। ধন্যবাদ দীনেশ কার্তিক, প্রসিদ্ধ কৃষ্ণা (তোমাকে অভিনন্দন), রবিন উথাপ্পা (আমরা একসঙ্গে অনুশীলন করব), ক্রিস লিন (অসাধারণ, বন্ধু) এবং সুনীল নারিন। আমি এখন খুবই আনন্দিত। ঘুমোতে পারছি না।" 
‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির ‘লো চলি ম্যায়’ গানের তালে নাচলেন মাধুরী-রেনুকা

‘হাম আপকে হ্যায় কৌন’ ছবির ‘লো চলি ম্যায়’ গানের তালে নাচলেন মাধুরী-রেনুকা

বহুদিন পর পর্দায় ফের একসঙ্গে দেখা যাবে মাধুরী দীক্ষিত এবং রেনুকা সাহানেকে। ১৯৯৪ সালে সুপারহিট ছবি ‘হাম আপকে হ্যায় কৌন'-এর পর ফের পর্দায় ‘বাকেট লিস্ট'-এর সৌজন্যে একসঙ্গে রেনুকা-মাধুরী। সত্বস্ফূর্ত ভাবে ‘বাকেট লিস্ট'-এর শ্যুটিং সেটে ‘লো চলি ম্যায়'-এর তালে নাচতে দেখা গেল দুই সুন্দরীকে। 
ফের কলকাতায় মহিলাকে প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখালেন যুবক

ফের কলকাতায় মহিলাকে প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখালেন যুবক

ভরদুপুরে খাস কলকাতায় প্রকাশ্যে পুরুষাঙ্গ দেখানোর অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম প্রসেনজিৎ দাস। বছর তেইশের প্রসেনজিৎ সোনারপুরের বাসিন্দা। রবিরার বাঁশদ্রোণী থানার সেন্ট্রাল পার্ক এলাকার ঘটনা। দোকনে ঢুকে মহিলার সাথে এই ব্যবহার করেন যুবক।