সাইবার হ্যাকিংয়ের শিকার অভিনব বিন্দ্রা
দেশ
- 2 month, 12 days ago
সোমবার অভিনব'র টুইট্যার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ৷ অ্যাকাউন্টটি হ্যাক করে হ্যাকাররা বেশ কয়েকটি ঝুটো টুইটও করছে বলে অভিযোগ৷ চলতি মাসেই সচিন কন্যা সারার টুইটার অ্যাকাউন্টটিও হ্যাক হয়৷ ঘটনায় আন্ধেরির এক ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করে মুম্বই পুলিশ৷ এবার সাইবার হ্যাকিংয়ের শিকার আরও এক সেলেব৷