গরম পড়তে না পড়তেই তীব্র শুষ্কতা ১৫৩টি জেলায়
দেশ
- 9 days ago
আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে গরম পড়বে। এদিকে সমীক্ষা বলছে ২০১৭ সালে প্রযোজনের তুলনায় কম বৃষ্টি হওয়ায় ৪০৪টি জেলায় জলসঙ্কট দেখা দিতে পারে। এই বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশের ১৫৩টি জেলা তীব্র শুষ্কতার শিকার। গরম পড়লে ছবিটা কী হবে তা ভেবে চিন্তায় সকলে।