Short News

দিল্লিতে ভাড়াটের সুটকেসে মিলল শিশুর দেহ

দিল্লিতে ভাড়াটের সুটকেসে মিলল শিশুর দেহ

ঘটনাটি ঘটেছে উত্তর পশ্চিম দিল্লির স্বরূপ নগরে৷ প্রায় একমাস ধরে এই শিশুর দেহ খুঁজছিল পুলিশ৷ ওই ছেলেটির নাম আশিস৷ ৭ জানুয়ারি সে নিরুদ্দেশ হয়৷ মঙ্গলবার সকালে নতুপুরা গ্রামের কাছে একটি সুটকেসের মধ্যে পাওয়া গিয়েছে৷ আশিসের বাড়িতে ভাড়া থাকত অবদেশ শাক্য৷ তাকে গ্রেফতার করা হয়েছে৷ 
বিবিসির কাছে কোনদিন দেওয়ার মত খবর ছিল না?

বিবিসির কাছে কোনদিন দেওয়ার মত খবর ছিল না?

এমন অনেক দিন যায় যেদিন সেইভাবে কোনও ব্রেকিং নিউজ তাকে না। কিন্তু তা বলে দেওয়ার মত কোনও খবরই যদি না থাকে? এমন ঘটনা ঘটেছিল ১৯৩০ সালের ১৮ এপ্রিল। বিবিসি রেডিওর কাছে সেদিন দর্শকদের দেওয়ার মত কোনও খবর ছিল না। তাই রেডিওতে বলা হয় আজ কোনও খবর নেই। এরপর পিয়ানোর সুর শুধু বেজেছিল রেডিওতে। 
বালুরঘাটে শিলাবৃষ্টি, কমল তাপমাত্রা

বালুরঘাটে শিলাবৃষ্টি, কমল তাপমাত্রা

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বুধবার দুপুরে শিলাবৃষ্টি হয়। বাংলা যখন গরমে নাজেহাল তখন এই বৃষ্টি স্বস্তি এনে দিল বালুরঘাটবাসীদের। যদিও এই শিলাবৃষ্টির ফলে আমের ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 
আসারামের সঙ্গে মোদীর ভিডিও টুইট করল কংগ্রেস

আসারামের সঙ্গে মোদীর ভিডিও টুইট করল কংগ্রেস

আসারাম বাপুর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি পুরোনো ভিডিও এদিন টুইট করল কংগ্রেস। ভিডিওতে মোদীকে আসারামের প্রশংসা করতে শোনা গেছে। ভিডিও-এর নিচে কংগ্রেস লিখেছে ঈশপের গল্প থেকেই আমরা শিখেছি, একটা মানুষকে সে কোন সঙ্গে রয়েছে, তা দেখেই বিচার করতে হয়।