Short News

ঐতিহ্য মেনে শুরু হল বাঙালির  বর্ষবরণ

ঐতিহ্য মেনে শুরু হল বাঙালির বর্ষবরণ

'নতুন' -এর আশ্রয় নিয়ে, নতুনত্বকে প্রশ্রয় দেওয়ার উস্কানিই বাঙালির ১ লা বৈশাখ, ...বাঙালির নববর্ষ। ওয়ান ইন্ডিয়ান তরফে সকল পাঠককে ১৪২৫ নববর্ষের অনেক শুভেচ্ছা। আপনাদের আরও বেশি করে পাশে পাওয়ার আশা নিয়ে শুরু হল আমাদের নতুন বছরের পথ চলা। ভিন্ন মন্দির শুরু হয়ে যায় মঙ্গলকামনায় ভরা এক সকাল।

পুণের বস্তিতে ভয়াবহ আগুন

পুণের বস্তিতে ভয়াবহ আগুন

পুণের একটি বাজারের কাছে বস্তিতে আগুন লাগল। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ১২টি ইঞ্জিন। আগুন লাগার কারণ জানা যায়নি। বস্তির ভেতরে থাকা বাসিন্দাদের বাইরে বের করে আনা হয়েছে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। 
চ্যাপেল-সৌরভ বিতর্কের ই-মেল প্রকাশ্যে আনলেন বীরেন্দ্র শেহওয়াগ

চ্যাপেল-সৌরভ বিতর্কের ই-মেল প্রকাশ্যে আনলেন বীরেন্দ্র শেহওয়াগ

চ্যাপেল-সৌরভ বিতর্কের ই-মেল প্রথম দেখেছিলেন নাকি বীরেন্দ্র শেহওয়াগ। এই নিয়ে এতদিন পর মুখ খুললেন বীরু। তিনি বলেন ১৩ বছর আগের সেই দিন মাঠে ফিল্ডিং করছিলেন তিনি। পেটে ব্যথা হওয়ায় তিনি উঠে আসেন। তখনই তিনি দেখেন বিসিসিআই-কে মেল করলেন গ্রেগ । তিনি সেকথা সৌরভকে জানিয়ে দেন। 
টাঁকশালের কর্মীদের ছুটি বাতিল

টাঁকশালের কর্মীদের ছুটি বাতিল

শালবনি টাঁকশালে শনিবার ছুটি ছিল। কিন্তু সেই ছুটি বাতিল করা হয়েছে। কেন্দ্র তাড়াতাড়ি নোট ছাপাতে নির্দেশ দিয়েছে নাশিক -সহ চার সরকারি ট্যাঁকশালে। নগদের সঙ্কট মেটাতে বাড়তি টাকা ছাপাচ্ছে কেন্দ্র। টাঁকশালের কাজের সময় বাড়ানোর জন্য কর্তৃপক্ষ কর্মী সংগঠনের সহযোগিতা চেয়েছে।