Short News

বাবার প্যাঁচে ছেলের লিভ ইন ফাঁস!

বাবার প্যাঁচে ছেলের লিভ ইন ফাঁস!

ছেলে রুম পার্টনার ও খুব ভাল বন্ধু হিসেবে পরিচয় দেয়। বাবা বাড়ি চলে আসে। এরমধ্যে মেয়েটি একটি ডিশ খুঁজে না পাওয়াতে ছেলে বাবাকে জিজ্ঞেস করে যে তিনি ভুলে নিয়ে চলে গেছেন নাকি? বাবা উত্তর দেন, মেয়েটি যদি কয়েকদিনের মধ্যে নিজের বালিশে ঘুমাত তাহলে ডিশটা খুঁজে পেত।

কখন লক্ষ্মণের ওপর চেঁচিয়ে ফেলেছিলেন সচিন?

কখন লক্ষ্মণের ওপর চেঁচিয়ে ফেলেছিলেন সচিন?

১৯৯৮ সালে কোকা-কোলা কাপে শারজায় মরু ঝড় তুলেছিলেন সচিন। ১৩১ বলে ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচেই রান নিতে যাওয়ার সময় তাঁর ও লক্ষ্মণের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, লক্ষ্মণের ওপর চেঁচিয়ে ফেলেন তিনি। এতবছর পর সচিন জানিয়েছেন এর জন্য বাড়িতে দাদার কাছে বকুনি খেতে হয়েছিল তাকে। 
জিভার চুল শুকিয়ে দিলেন ধোনি

জিভার চুল শুকিয়ে দিলেন ধোনি

বুধবার বেঙ্গালুরু মাঠে ধামাকা দেখিয়ে এসেছিলেন। তবে মেয়ে জিভার কাছে যখনই ধোনি থাকেন তখন জিভাকে ঘিরেই থাকে তার জগত। বুধবার ম্যাচ জেতার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মাহি। যেখানে দেখা যাচ্ছে ড্রায়ার দিয়ে তিনি জিভার চুল শুকিয়ে দিচ্ছেন। ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। 
নতুন দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া

নতুন দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া

নয়া রাজনৈতিক দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নয়া দল ঘোষণা করেন বাইচুং। তাঁর দলের নাম ‘হামরো সিকিম পার্টি'। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সঙ্গে নিয়ে রাজনীতির লড়াইয়ে নামবেন বলে জানান বাইচুং। আগামী বছরই বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে এই দল।