Short News

ডেটিং সাইটে আলাপ, মহিলার প্রেমে ৬০ লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি

ডেটিং সাইটে আলাপ, মহিলার প্রেমে ৬০ লাখ টাকা খোয়ালেন এক ব্যক্তি

২০১৭ সালে ডেটিং সাইটে এক মহিলার সঙ্গে আলাপ হয় ব্যবসায়ীর। বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। এরপর বাবার চিকিৎসার নাম করে ধাপে ধাপে বেঙ্গালুরুর ওই ব্যবসায়ীর কাছ থেকে ৬০ লাখ টাকা নেয় সে। এরপরই কথাবার্তা বন্ধ করে দেয় অর্পিতা নামের মেয়েটি।এরপর সাইবার ক্রাইম পুলিশে অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী। 
বাগডোগরা বিমানবন্দরে রাতেও নামবে বিমান

বাগডোগরা বিমানবন্দরে রাতেও নামবে বিমান

বাগডোগরা বিমানবন্দরে বাণিজ্যিক বিমান চলাচলের জন্য বিমানবন্দর ব্যবহারের সময়সীমা বাড়ছে। আগামী ১ মে থেকে এই সময়সীমা হবে সকাল সাড়ে ৮টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। আগামী জুন মাস থেকে সময়সীমা বেড়ে রাত ৯টা পর্যন্ত হবে। অর্থাৎ রাতেও বাণিজ্যিক বিমান বাগডোগরা বিমানবন্দরে নামতে পারবে। 
ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম

ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম

নিজের পারফিউম ব্র্যান্ড নিয়ে এসেছেন কিম কারদাশিয়ান। জানা গেছে কিমের শরীরের আদলেই গড়ে উঠতে চলেছে তাঁর পারফিউমের বোতলটি। এর সুগন্ধ মানুষের মন জয় করবে বলেই আশা কিমের। এই প্রোডাক্টের প্রচারের জন্য নগ্ন হলেন কিম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তিনি। 
'ভীর দি ওয়েডিং'-এ  নাকি কাজ করতে চাননি করিনা কাপুর?

'ভীর দি ওয়েডিং'-এ নাকি কাজ করতে চাননি করিনা কাপুর?

'ভীর দি ওয়েডিং'-এর ট্রেলারে করিনাকে দেখে মুগ্ধ সকলে। কিন্তু জানেন কি প্রথমে এই ছবিতে করিনা কাজ করতে চাননি। 'ভীর দি ওয়েডিং'-এর শুটিংয়ের সময় করিনা কাপুর খান প্রেগন্যান্ট ছিলেন। তিনি প্রযোজক রিয়া কাপুরকে অন্য কাউকে নিতে বলেন। কিন্তু রিয়া জানান করিনাই তাঁর পছন্দ। তাই তৈমুরের জন্মের পর শ্যুটিং করেন করিনা।