Short News

কাশ্মীর উপত্যকায় আইএস-এর মহিলা সংগঠন

কাশ্মীর উপত্যকায় আইএস-এর মহিলা সংগঠন

কাশ্মীর উপত্যকায় আইএস এর মতাদর্শ প্রচার করছে একটি মহিলা সংগঠন। কেন্দ্রী স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই রিপোর্ট জমা পড়ছে। দওলত-উল-ইসলাম নামে ওই সংগঠনটির সদস্যরা প্ররোচনামূলক বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। অনন্তনাগের হাকুরা ও শ্রীনগরের বালহানায় মূলত নিজেদের প্রচার চালাচ্ছে এরা। 
কখন লক্ষ্মণের ওপর চেঁচিয়ে ফেলেছিলেন সচিন?

কখন লক্ষ্মণের ওপর চেঁচিয়ে ফেলেছিলেন সচিন?

১৯৯৮ সালে কোকা-কোলা কাপে শারজায় মরু ঝড় তুলেছিলেন সচিন। ১৩১ বলে ১৪৩ রানের ইনিংস খেলেন তিনি। সেই ম্যাচেই রান নিতে যাওয়ার সময় তাঁর ও লক্ষ্মণের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, লক্ষ্মণের ওপর চেঁচিয়ে ফেলেন তিনি। এতবছর পর সচিন জানিয়েছেন এর জন্য বাড়িতে দাদার কাছে বকুনি খেতে হয়েছিল তাকে। 
জিভার চুল শুকিয়ে দিলেন ধোনি

জিভার চুল শুকিয়ে দিলেন ধোনি

বুধবার বেঙ্গালুরু মাঠে ধামাকা দেখিয়ে এসেছিলেন। তবে মেয়ে জিভার কাছে যখনই ধোনি থাকেন তখন জিভাকে ঘিরেই থাকে তার জগত। বুধবার ম্যাচ জেতার পর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মাহি। যেখানে দেখা যাচ্ছে ড্রায়ার দিয়ে তিনি জিভার চুল শুকিয়ে দিচ্ছেন। ইন্টারনেটে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও। 
নতুন দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া

নতুন দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া

নয়া রাজনৈতিক দল ঘোষণা করলেন বাইচুং ভুটিয়া। আজ দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নয়া দল ঘোষণা করেন বাইচুং। তাঁর দলের নাম ‘হামরো সিকিম পার্টি'। দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ভাবমূর্তির মানুষদের সঙ্গে নিয়ে রাজনীতির লড়াইয়ে নামবেন বলে জানান বাইচুং। আগামী বছরই বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারে এই দল।