Short News

অঙ্কিত সাক্সেনার শোকসভায় কেজরিওয়াল, মুখ্যমন্ত্রীর আচরণে খুশি নন মৃতের বাবা

অঙ্কিত সাক্সেনার শোকসভায় কেজরিওয়াল, মুখ্যমন্ত্রীর আচরণে খুশি নন মৃতের বাবা

ভিন ধর্মে প্রেমের জেরে খুন হয়ে যাওয়া অঙ্কিত সাক্সেনার গতকাল শোকসভা ছিল। তাতে যোগ দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অঙ্কিতের বাবা মা তাঁকে আর্থিক সাহায্য করার জন্য আবেদন জানান। তাতেই নাকি সভা ছেড়ে বেরিয়ে যান মুখ্য়মন্ত্রী। মুখ্যমন্ত্রীর এহেন আচরণে ক্ষুব্ধ অঙ্কিতের বাবা। 
বলিউডকে কানাডা নিয়ে যাবেন ট্রুডোঃ শাহরুখ খান

বলিউডকে কানাডা নিয়ে যাবেন ট্রুডোঃ শাহরুখ খান

ভারত-কানাডা যৌথ প্রযোজনায় ছবি তৈরি হোক, ভারতে এসে বি-টাউনের কাছে প্রস্তাব রাখলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারতের অনেক উদ্যোগপতি-সহ বি-টাউনের কিং শাহরুখের সঙ্গেও কথা বলেন তিনি। ট্রুডোর ভাবনাকে সম্মান জানিয়ে শাহরুখও ইন্দো-কানাডা যৌথ প্রযোজনয়া ছবি বানানোর কথা বলেন। 
নন্দকুমারেভ মদ্যপ স্বামীর অত্যাচারে আত্মঘাতী স্ত্রী

নন্দকুমারেভ মদ্যপ স্বামীর অত্যাচারে আত্মঘাতী স্ত্রী

স্বামী সবসময় নেশায় আসক্ত থাকে। ফলে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত পরিবারে। অশান্তির মাত্রা বেড়ে যাওয়ায় বাড়ির মধ্যে গলায় কাপড় জড়িয়ে আত্মঘাতী হলেন স্ত্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার জসনান গ্রামে। মৃতার নাম অনিমা খান (৩৫)। অনিমার স্বামী সঞ্জয় খানকে আটক করেছে পুলিশ৷  
আলিবাগে নীরবের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই

আলিবাগে নীরবের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই

পিএনবি প্রতারণাকাণ্ডে নীরব মোদীর আলিবাগের প্রাসাদোপম ফার্মহাউস সিল করল সিবিআই। সিবিআই জানিয়েছে ২০০৪ সালে ৩২ কোটি টাকা দিয়ে প্রায় দেড় একরের ওপর বিস্তৃত আরবসাগরের থেকে কার্যত ঢিসছোঁড়া দূরত্বে অবস্থিত ওই ফার্মহাউস কেনেন নীরব। মূলত, সেখানে নিজের হিরের সংগ্রহ প্রদর্শন করতে বিশেষ পার্টির আয়োজন করতেন নীরব।