Short News

ভূমিকম্পে দুলে উঠল আন্দামান

ভূমিকম্পে দুলে উঠল আন্দামান

আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ভূমিকম্প অনুভূত হল। সকাল ৮টা ৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় যার মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৬। কম্পনের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে ছিল বলে জানা গেছে। এখনও ভূমিকম্পে বিশাল কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা যায়নি হতাহতের সংখ্যাও। 
নেশা করে গাড়ি চালাবেন না , টুইট কোহলির

নেশা করে গাড়ি চালাবেন না , টুইট কোহলির

নেশা করে গাড়ি চালাবেন না। টুইট করে অনুগামীদের কাছে এই দাবি রাখলেন বিরাট কোহলি। তিনি সকলকে অনুরোধ করেছেন, কখনও নেশা করে গাড়ি না চালাতে। নিজেও কখনও তিনি এমন কাজ করবেন না বলেও জানিয়েছেন। বিরাট ভিডিওতে বলেছেন এ দেশে প্রতিদিন ১৯ জন নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর শিকার হন। প্রতি বছরে সংখ্যাটা ৬৭০০-রও বেশি। 
মোবাইল-আধার সংযুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা সরকারের,বলল আদালত

মোবাইল-আধার সংযুক্তি নিয়ে ভুল ব্যাখ্যা সরকারের,বলল আদালত

মোবাইল সিমের সঙ্গে আধার সংযুক্তি করণ বাধ্যতামূলক এমন নির্দেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আধার মামলার শুনানি চলাকালীন এমনটাই জানালেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। তিনি বলেছেন, ২০১৭-র ৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত যে নির্দেশ দিয়েছিল তার ভুল ব্যাখ্যা করেছে কেন্দ্রীয় সরকার।
জয়ললিতার দেহাংশের নমুনা নেইঃ অ্যাপোলো কর্তৃপক্ষ

জয়ললিতার দেহাংশের নমুনা নেইঃ অ্যাপোলো কর্তৃপক্ষ

জে জয়ললিতার দেহাংশের কোনও নমুনা তাদের কাছে নেই। মাদ্রাজ হাইকোর্টে এমনটাই জানাল অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। অ্যাপোলোকে প্রয়াত মুখ্যমন্ত্রীর ব্লাড স্যাম্পেলের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। তার পরিপ্রেক্ষিতে আজ একথা জানায় অ্যাপোলো কর্তৃপক্ষ। ২০১৬ সালে অ্যাপোলে হাসপাতালে ভর্তি হন জয়ললিতা।