ভারতের দিকে এগোতে পারে চিন, আশঙ্কা মার্কিন গোয়েন্দাদের
দেশ
- 2 month, 5 days ago
মার্কিন কূটনীতিকদের দাবি, ডোকলাম সংঘাত থেমে গেলেও ভারত-চিন সম্পর্কের কোনও উন্নতি হয়নি। এমনকি অদূর ভবিষ্যতে হওয়ার কোনও সম্ভাবনাও নেই। মার্কিন গোয়েন্দা প্রধান ডোকলামের কথা মনে করিয়ে বলেন, গত অগাস্টে সেই সংঘাত শেষ হয়। চিন আগামিদিনেও আক্রমণাত্মক হতে পারে বলেও মনে করে আমেরিকা।