Short News

ভারত গণতন্ত্রের পরাজয়ে দুঃখ করবে, ইয়েদুরাপ্পার শপথে মন্তব্য রাহুলের

ভারত গণতন্ত্রের পরাজয়ে দুঃখ করবে, ইয়েদুরাপ্পার শপথে মন্তব্য রাহুলের

বি এস ইয়েদুরাপ্পা কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর বিজেপির এই জয়কে ‘ফাঁপা' বলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। তিনি টুইট করেন বিজেপি ফাঁপা জয় সেলিব্রেট করবে, কিন্তু ভারত গণতন্ত্রের পরাজয়ের জন্য দুঃখ করবে। এর আগে রাহুল টুইট করেছিলেন যে ভারতের সংবিধানকে নিয়ে উপহাস করছে বিজেপি। 
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রেমিকাকে জন্মদিনের শুভেচ্ছা

হ্যাকিংয়ের সমস্যায় পড়ল জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটির অফিশিয়াল ওয়েবসাইট৷ মঙ্গলবার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুললেই "Happy Birthday Pooja. Your love." এমনই শুভেচ্ছা অনেকেরই নাকি চোখে পড়েছে৷ ওয়েবসাইট হ্যাক হয়ে গেলেও তা আবার উদ্ধার সম্ভবপর হয়েছে৷ তবে কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি৷ 
রবীন্দ্র জাডেজার স্ত্রীকে চুলের মুঠি ধরে চড়-থাপ্পর

রবীন্দ্র জাডেজার স্ত্রীকে চুলের মুঠি ধরে চড়-থাপ্পর

গুজরাতের জামনগরে রবীন্দ্র জাডেজার স্ত্রীর গাড়ির সঙ্গে ধাক্কা এক কনস্টেবলের বাইকের। বাইক থেকে নেমে এসে ক্রিকেটারের স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে যান ওই কনস্টেবল। বচসার মাঝে আচমকাই ক্রিকেটারের স্ত্রীর চুলের মুঠি ধরে চড়-থাপ্পর মারা শুরু করেন ওই কনস্টেবল। পরে ওই অভিযুক্ত কনস্টেবলকে গ্রেফতার করে সাসপেন্ড করা হয়। 
বহরমপুরে প্রকাশ্য ধূমপান করা যাবে না, ধরা পড়লে দিতে হবে জরিমানা

বহরমপুরে প্রকাশ্য ধূমপান করা যাবে না, ধরা পড়লে দিতে হবে জরিমানা

প্রকাশ্যে ধূমপান বন্ধে সোমবার সকালে বহরমপুরে জুড়ে চলল পুলিশ ও স্বাস্থ্য দফতরের যৌথ অভিনেতৃত্বে সিএমওএইচ নিরুপম বিশ্বাস ও বহরমপুর থানার আইসি সনৎ দাস। প্রকাশ্যে যাঁকেই ধূমপান করতে দেখলেন, সটান পাকড়াও করলেন। জরিমানা দিয়েই পার পেলেন না ধূমপায়ীরা। কেউ নিজের কান মুলেও ক্ষমা চাইলেন।