Short News

সেনাতে যোগ দিলেন শহীদের স্ত্রী

সেনাতে যোগ দিলেন শহীদের স্ত্রী

শহিদ শিশির মলের স্ত্রী সঙ্গীতা মল এবার যোগ দিতে চলেছেন সেনাবাহিনীতে৷ সঙ্গীতাকে ওটিএ চেন্নাই(এসএসসিডব্লিউ-২১) কোর্সের জন্য নির্বাচন করা হয়েছে৷ ওটিএ প্রশিক্ষণ সমাপ্ত হলে সংগীতা লেফটান্যান্ট পদে যোগ দেবেন৷ প্রসঙ্গত, ২০১৫সালের ২সেপ্টেম্বর বারামুলা সেক্টরে অপারেশন রক্ষকের সময় শিশির মল শহিদ হন৷  
মুকেশ আম্বানিদের খুড়তোতো ভাই-সহ ৫ জন গ্রেফতার

মুকেশ আম্বানিদের খুড়তোতো ভাই-সহ ৫ জন গ্রেফতার

পিএনবি-র আর্থিক কেলেঙ্কারি মামলায় মহঅগলবার গভীর রাতে মুকেশ অম্বানি, অনিল আম্বানিদের খুড়তুতো ভাই বিপুল আম্বানিকে গ্রেফতার করল সিবিআই। সেই সঙ্গে আরও চার জনকে গ্রেফতার করা হয়েছে।নীরব মোদীর হিরে-জহরত ব্যবসার সংস্থা ফায়ারস্টার ইন্টারন্যাশনাল সংস্থায় বিপুল সিএফও হিসাবে কাজ করতেন। 
পালিয়ে যাননি, আগে থেকেই নাকি বিদেশে ছিলেন নীরব মোদী

পালিয়ে যাননি, আগে থেকেই নাকি বিদেশে ছিলেন নীরব মোদী

নীরব মোদীর আইনজীবী বিজয় অগ্রবাল দাবি করেছেন যে আগে থেকেই নাকি বিদেশে ছিলেন নীরব মোদী। আর প্রতারণার কথা যে বলা হচ্ছে সেটা পিএনবি জানত। এখন তা অস্বীকার করছে তারা। বিজয় অগ্রবাল দাবি করেছেন একটা ব্যবসায়িক লেনদেনকে প্রতারণা হিসেবে দেখানো হচ্ছে। 
নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান

নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান

নাতাশা দালালের সঙ্গে অনেকদিন ধরেই প্রেম বরুণ ধাওয়ানের। মাঝে শোনা গিয়েছিল তাদের ব্রেক আপ হয়ে গেছে। যদিও এখন জানা গেছে সেকথা সত্যি নয়। সূত্রের খবর এই বছরেই নাতাশা দালালকে বিয়ে করতে চলেছেন বরুণ ধাওয়ান। নাতাশা বরুণের চেয়ে দু'বছরের ছোট।