Short News

মোদী-রাহুলের টুইটার ফলোয়ারের অর্ধেকের বেশি 'ফেক'

মোদী-রাহুলের টুইটার ফলোয়ারের অর্ধেকের বেশি 'ফেক'

নরেন্দ্র মোদী ও রাহুল গান্ধীর টুইটার ফলোয়ারের সংখ্যা সবমিলিয়ে ৫ কোটি ৭০ লক্ষের মতো। এক সমীক্ষায় উঠে এসেছে, এই ফলোয়ারদের অর্ধেকের বেশি ফেক বা জাল। পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস ফার্ম বার্সন-মার্সটেলার-এর সমীক্ষা এই দাবি করেছে।
‘মহাভারত’ শুরু করতে চাইছেন আমির খান

‘মহাভারত’ শুরু করতে চাইছেন আমির খান

‘ঠাগস অফ হিন্দুস্থান'-এর শুটিং শেষ হলে ‘মহাভারত' শুরু করতে চাইছেন আমির খান। সেই প্রজেক্ট এবার নাকি প্রযোজনা করতে পারে আম্বানি গ্রুপ। যদিও এই খবরের সত্যতা জানা যায়নি। এই নিয়ে আমির খান বা আম্বানিদের কেউই কিছু বলেননি। আপাতত ‘ঠাগস অফ হিন্দুস্থানের' শুটিংয়ে ব্যস্ত আমির খান। 
গোপন ডেরা থেকে ভিডিও বার্তা গুরুংয়ের

গোপন ডেরা থেকে ভিডিও বার্তা গুরুংয়ের

গোপন ডেরা থেকে ভিডিওবার্তা দিলেন ফেরার মোর্চা নেতা বিমল গুরুং। শোনা যাচ্ছিল নেপালের ইলম থেকে STF গ্রেপ্তার করেছে বিমল গুরুংকে। বার্তায় সেই গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানান গ্রেপ্তার হননি, সুরক্ষিত আছেন। মোর্চা নেতা রোশন গিরি ওই ভিডিওবার্তা সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেন। 
কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত ২ সেনা, ২ পুলিশকর্মী

কাশ্মীরের কুপওয়ারায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিহত ২ সেনা, ২ পুলিশকর্মী

কাশ্মীরের কুপওয়ারায় আজ নতুন করে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় জওয়ানদের। এই সংঘর্ষে দুজন সেনা জওয়ান, দুজন পুলিশকর্মী নিহত হয়েছেন। গুলিতে জখম হয়েছেন এক পুলিশকর্মী। অন্যদিকে পুঞ্চের বালাকোট সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর আজও গুলি চালায় পাক সেনা।