Short News

বিএস ইয়েদুরাপ্পার শপথগ্রহণে এলেন না নরেন্দ্র মোদি

বিএস ইয়েদুরাপ্পার শপথগ্রহণে এলেন না নরেন্দ্র মোদি

রাতভর নাটক চলার অবশেষে আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএস ইয়েদুরাপ্পা। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ। তবে পিছনে অন্য কারণ রয়েছে। শপথ নিলেও ইয়েদুরাপ্পার ভাগ্য আসলে নির্ভর করছে সুপ্রিম কোর্টের উপর। তাই হয়ত আসেননি এই দুই নেতা। 
‘লাস্ট স্টোরিজ’-এর ট্রেলার রিলিজ করল

‘লাস্ট স্টোরিজ’-এর ট্রেলার রিলিজ করল

নেটফ্লিক্স-এ এবার দেখানো হবে ‘লাস্ট স্টোরিজ'। করণ জোহর, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও অনুরাগ কাশ্যপ চারটি আলাদা আলাদা গল্প তুলে ধরেছেন এখানে। চারটি গল্পে আছেন রাধিকা আপ্টে, মনীষা কৈরালা, সঞ্জয় কাপুর, ভিকি কৌশল, কিয়ারা আডবানি , ভূমি পেড়নেকর। 
প্রিন্সেস ডায়নাকে কীভাবে সম্মান জানালেন হ্যারি-মেগান?

প্রিন্সেস ডায়নাকে কীভাবে সম্মান জানালেন হ্যারি-মেগান?

গতকাল বিয়ে করতে আসার সময় মেগান মর্কেলের হাতে ছিল ফুলের তোড়া। এই তোড়ায় ছিল ফরগেট-মি-নটস, লিলি-অফ-দ্য-ভ্যালি, অ্যাসটিলবে, অ্যাসট্রানশিয়া, মার্টল এবং সুইস পিস ফুল । এই বিশেষ ফুলগুলি স্ত্রীর জন্য তুলেছিলেন প্রিন্স হ্যারি । তোড়ায় ফরগেট-মি-নটস ফুলটি মা ডায়নার জন্য রাখেন হ্যারি। এটি ডায়নার প্রিয় ফুল ছিল। 
আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল যমজ দুই ভাই

আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল যমজ দুই ভাই

রোহন আর রাহুল চেম্বাকাস্সেরিল নাম যমজ দুই ভাই আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল। দুজনেই পেয়েছে ৯৬.৫ শতাংশ। ভবিষ্যতে তারা দুজনেই বিজ্ঞান নিয়ে পড়তে চায়। তাদের মা সোনাল জানিয়েছেন, শুধু দেখতেই রাহুল, রোহন এক নয়, তাদের অভ্যেসও পুরোপুরি এক।