Short News

১৮ মাস ধরে কুয়ো খুঁড়ে জল পেলেন বৃদ্ধ

১৮ মাস ধরে কুয়ো খুঁড়ে জল পেলেন বৃদ্ধ

মধ্যপ্রদেশের ছত্তরপুরের হাড়ুয়া গ্রামের ৭০ বছরের বৃদ্ধ সীতারাম লোধি। তার গ্রামে খুবই জলের কষ্ট। জলকষ্ট মেটাতে বৃদ্ধ নিজেই কুয়ো খুঁড়তে শুরু করেন। ১৮ মাস ধরে কাজ করার পর অবশেষে ৩৩ ফুট নিচে জলের সন্ধান মেলে। যদিও কুয়োর জলের স্তর বর্ষার সময় বেড়ে যাওয়ার ফলে মাটির দেওয়াল ভেঙে পড়ে। 
প্রিন্সেস ডায়নাকে কীভাবে সম্মান জানালেন হ্যারি-মেগান?

প্রিন্সেস ডায়নাকে কীভাবে সম্মান জানালেন হ্যারি-মেগান?

গতকাল বিয়ে করতে আসার সময় মেগান মর্কেলের হাতে ছিল ফুলের তোড়া। এই তোড়ায় ছিল ফরগেট-মি-নটস, লিলি-অফ-দ্য-ভ্যালি, অ্যাসটিলবে, অ্যাসট্রানশিয়া, মার্টল এবং সুইস পিস ফুল । এই বিশেষ ফুলগুলি স্ত্রীর জন্য তুলেছিলেন প্রিন্স হ্যারি । তোড়ায় ফরগেট-মি-নটস ফুলটি মা ডায়নার জন্য রাখেন হ্যারি। এটি ডায়নার প্রিয় ফুল ছিল। 
আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল যমজ দুই ভাই

আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল যমজ দুই ভাই

রোহন আর রাহুল চেম্বাকাস্সেরিল নাম যমজ দুই ভাই আইসিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় একই নম্বর পেল। দুজনেই পেয়েছে ৯৬.৫ শতাংশ। ভবিষ্যতে তারা দুজনেই বিজ্ঞান নিয়ে পড়তে চায়। তাদের মা সোনাল জানিয়েছেন, শুধু দেখতেই রাহুল, রোহন এক নয়, তাদের অভ্যেসও পুরোপুরি এক। 
বাংলার ভুল মানচিত্র দিয়ে বিপাকে বিজেপি নেতা

বাংলার ভুল মানচিত্র দিয়ে বিপাকে বিজেপি নেতা

টুইটারে পশ্চিমবঙ্গের মানচিত্রের বিকৃতির অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে স্বচ্ছ পঞ্চায়েত নির্বাচন হয়নি বলে টুইটারে দাবি করেন সুনীল দেওধর। তিনি যে ছবিটি পোস্ট করেছিলেন সেটি ছিল পশ্চিমবঙ্গের মানচিত্র, কিন্তু কোচবিহার ও দার্জিলিং ছিল না তাতে। পরে সুনীল দেওধর ছবিটি সরিয়ে দেন। এই নিয়ে তৈরি হয় বিতর্ক।