Short News

ওনার বাপ-ঠাকুর্দাই বলেছিলেন দুর্ভাগ্যবশত আমরা হিন্দু, রাহুলকে যোগীর কটাক্ষ

ওনার বাপ-ঠাকুর্দাই বলেছিলেন দুর্ভাগ্যবশত আমরা হিন্দু, রাহুলকে যোগীর কটাক্ষ

রাহুল নিজেকে ‘পৈতেধারী হিন্দু' হিসেবে উল্লেখ করাটা আদতে বিজেপির-ই জয়। এমনটাই দাবি করলেন যোগী। জানান, কংগ্রেস সভাপতি নিজেকে ‘পৈতেধারী হিন্দু' হিসেবে ব্যাখ্যা করেছেন। এটা আদতে বিজেপির-ই জয়। বলেন, যাঁর পূর্বপুরুষরা নিজেদের ‘দুর্ভাগ্যবশত হিন্দু' বলে উল্লেখ করতেন, সেই রাহুল এখন বলছেন তিনি ‘পৈতেধারী হিন্দু'।
ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম

ক্যামেরার সামনে নগ্ন হলেন কিম

নিজের পারফিউম ব্র্যান্ড নিয়ে এসেছেন কিম কারদাশিয়ান। জানা গেছে কিমের শরীরের আদলেই গড়ে উঠতে চলেছে তাঁর পারফিউমের বোতলটি। এর সুগন্ধ মানুষের মন জয় করবে বলেই আশা কিমের। এই প্রোডাক্টের প্রচারের জন্য নগ্ন হলেন কিম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন তিনি। 
'ভীর দি ওয়েডিং'-এ  নাকি কাজ করতে চাননি করিনা কাপুর?

'ভীর দি ওয়েডিং'-এ নাকি কাজ করতে চাননি করিনা কাপুর?

'ভীর দি ওয়েডিং'-এর ট্রেলারে করিনাকে দেখে মুগ্ধ সকলে। কিন্তু জানেন কি প্রথমে এই ছবিতে করিনা কাজ করতে চাননি। 'ভীর দি ওয়েডিং'-এর শুটিংয়ের সময় করিনা কাপুর খান প্রেগন্যান্ট ছিলেন। তিনি প্রযোজক রিয়া কাপুরকে অন্য কাউকে নিতে বলেন। কিন্তু রিয়া জানান করিনাই তাঁর পছন্দ। তাই তৈমুরের জন্মের পর শ্যুটিং করেন করিনা। 
কী কী উপকার করে আমের আঁটি?

কী কী উপকার করে আমের আঁটি?

আমের আঁটি নানা কাজে আসে। খুশকির সমস্যায় আমের আঁটি কাজ দেয়। আমের আঁটি শুকিয়ে গুঁড়ো করে তা স্ক্যাল্পে লাগালে খুশকি কমে। আমের বীজ খেলে ব্লাজ সুগার কমে। অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে আমের আঁটি ফ্যাট কমাতে সাহায্য করে। আমের বীজ শুকিয়ে গুঁড়ো করে, তা জলের সঙ্গে মিশিয়ে খেলে কমতে পারে ডায়েরিয়া।