নতুন হাইস্পিড ট্রেন চালানোর ভাবনা রেলের
দেশ
- 2 month, 13 days ago
রাতে ট্রেন দৌড়বে ঘণ্টায় ২০০-২৫০ কিলোমিটার বেগে। এমনই চিন্তভাবনা করছে রেল। এর জন্য চিহ্নিত করা হচ্ছে ১০ হাজার কিলোমিটার হাই স্পিড করিডোর। দেশে ১০ হাজার কিলোমিটার পথে চলবে ওই ট্রেন। আগামী এপ্রিল মাসেই হয়তো সেই ঘোষণা করতে পারেন রেলমন্ত্রী। রাতের মধ্যে ওইসব ট্রেন পৌঁছে যাবে গন্তব্যে।