Short News

নতুন হাইস্পিড ট্রেন চালানোর ভাবনা রেলের

নতুন হাইস্পিড ট্রেন চালানোর ভাবনা রেলের

রাতে ট্রেন দৌড়বে ঘণ্টায় ২০০-২৫০ কিলোমিটার বেগে। এমনই চিন্তভাবনা করছে রেল। এর জন্য চিহ্নিত করা হচ্ছে ১০ হাজার কিলোমিটার হাই স্পিড করিডোর‍। দেশে ১০ হাজার কিলোমিটার পথে চলবে ওই ট্রেন। আগামী এপ্রিল মাসেই হয়তো সেই ঘোষণা করতে পারেন রেলমন্ত্রী। রাতের মধ্যে ওইসব ট্রেন পৌঁছে ‌যাবে গন্তব্যে।
এই কেলেঙ্কারির লেজ কোথায়, হিমশিম অবস্থা সিবিআই-এর

এই কেলেঙ্কারির লেজ কোথায়, হিমশিম অবস্থা সিবিআই-এর

পিএনবি-র আর্থিক কেলেঙ্কারিতে রবিবার রাতেই বিপুল আম্বানিকে জেরা করেছিল সিবিআই। নীরব মোদীর হিরে-জহরত ব্যবসার সংস্থা ফায়ারস্টার ইন্টারন্যাশনাল সংস্থায় বিপুল সিএফও হিসাবে কাজ করতেন। আর্থিক তচ্ছরূপ-এর ব্যাপারে তিনি কিছুই জানতেন না এটা মানতে রাজি হয়নি সিবিআই। গ্রেফতার হলেন বিপুল।

বিশ্বের প্রথম রোবোট নাগরিক সোফিয়ার প্রিয় অভিনেতা শাহহরুখ খান

বিশ্বের প্রথম রোবোট নাগরিক সোফিয়ার প্রিয় অভিনেতা শাহহরুখ খান

হায়দরাবাদে ডব্লুসিআইটি নজর কাড়ল রোবোট সোফিয়া। উপস্থিত সকলের সঙ্গে দিব্যি কথাবার্তা চালিয়ে গেল সে। বিভিন্ন প্রশ্নের উত্তরে সে যা বলল, তাতে বুদ্ধিদীপ্তির ছাপ খুবই স্পষ্ট। এক প্রশ্নের উত্তরে সোফিয়া জানাল তার প্রিয় অভিনেতা শাহরুখ খান।  
উত্তরপ্রদেশে থানায় এসে আত্মসমর্পণ এনকাউন্টারের ভয়ে কাঁটা অপরাধীর

উত্তরপ্রদেশে থানায় এসে আত্মসমর্পণ এনকাউন্টারের ভয়ে কাঁটা অপরাধীর

একের পর এক পুলিশি এনকাউন্টারের সৌজন্যে ইতিমধ্যেই শিরোনামে উত্তরপ্রদেশ। অপরাধীদের যম হয়ে উঠেছে যোগীর পুলিশ, এমনটাই বলছেন বিদগ্ধজনেরা। শামলি জেলার ঝিনঝানা থানায় এক খুনের অভিযুক্ত আত্মসমর্পণ করেছে। এনকাউন্টারের ভয়েই নাকি সে এ কাজ করেছে বলে জানা গিয়েছে। থানায় এসে সটান পুলিশ আধিকারিকদের কাছে করজোড়ে ক্ষমা চেয়েছে।