Short News

লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! সনিয়া ডাকে ৩ নতুন দল-সহ হাজির ২০ দল

লক্ষ্য ২০১৯-এর নির্বাচন! সনিয়া ডাকে ৩ নতুন দল-সহ হাজির ২০ দল

লক্ষ্য ২০১৯-এর লোকসভা নির্বাচন। তার আগে বিজেপি বিরোধী ঐক্যে শান দিতে মঙ্গলবার ২০ দলের নেতৃ্ত্বের সঙ্গে নৈশভোজে মিলিত হলেন সনিয়া গান্ধী। আগেকার ১৭ টি দল ছাড়াও হাজির ছিলেন বিহারের হিন্দুস্তান আওয়াম মোর্চার জিতেন রাম মাঝি, ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি এবং শারদ যাদব।
জানেন কি প্রিয়া প্রকাশের ফোন নম্বর কী?

জানেন কি প্রিয়া প্রকাশের ফোন নম্বর কী?

ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠা প্রিয়া প্রকাশের সঙ্গে দেখা বা কথা বলতে চান না এমন ছেলে এখন খুঁজে মেলা ভার। কিন্তু এই খবর শুনলে মন খারাপ হতে পারে তাঁদের। কারণ প্রিয়া প্রকাশের বাবা জানিয়েছেন প্রিয়ার ফোনে কোনও সিম কার্ড নেই। প্রিয়াকে ফোন করতে হলে ওঁর বন্ধুরা প্রিয়ার মায়ের ফোনে ফোন করে। আসলে প্রিয়ার পরিবার ভীষণ রক্ষণশীল। 
বিরাটের নতুন হেয়ারস্টাইল দেখেছেন?

বিরাটের নতুন হেয়ারস্টাইল দেখেছেন?

বিরাটের ব্যাট হোক বা বিরাটের লুক, বিরাট প্রেমে মজেছে গোটা দুনিয়া। আইপিএল শুরু হওয়ার আগে নিজের হেয়ারস্টাইল যেমন আবার বদলে ফেললেন কোহলি। এবার তিনি হেয়ার কাট নিয়েছেন হেয়ার স্টাইলিশ আলিম হাকিমের কাছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট। 
শিবাজি পাঁজা, কৌস্তুভ রায়ের সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু

শিবাজি পাঁজা, কৌস্তুভ রায়ের সংস্থার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু

শিবাজি পাঁজা ও কৌস্তুভ রায়ের সংস্থা আরপি ইনফো সিস্টেমের প্রায় ৭০ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু করল ইডি। ৫১৫ কোটি টাকা ব্যাঙ্ক প্রতারণাকাণ্ডে আগেই শিবাজি পাঁজা ও কৌস্তুভ রায়কে গ্রেফতার করা হয়েছে। পাচার হওয়া টাকায় যে সমস্ত সম্পত্তি কেনা হয়েছে, সেগুলিও বাজেয়াপ্ত করার পরিকল্পনা রয়েছে ইডি-র।