Short News

১৪ ফেব্রুয়ারি চলল প্রেমিক জুটির ওপর হেনস্থা, বিয়ে দেওয়া হল পশুদের

১৪ ফেব্রুয়ারি চলল প্রেমিক জুটির ওপর হেনস্থা, বিয়ে দেওয়া হল পশুদের

প্রতিবছরই কট্টরপন্থী বেশ কিছু হিন্দুত্ববাদী সংগঠনের তরফে ভ্যালেন্টাইন্স ডের দিন বিক্ষোভ মিচিল আয়োজন করেত দেখা যায়। ভ্যালেন্টান্স ডে পশ্চিমী সংস্কৃতির ধারক ও বাহক এই দাবি তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকে।

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

ভূমিকম্পে কেঁপে উঠল কাশ্মীর

ফের ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৩। আজ বেলা ১২টা ৪১ মিনিট নাগাদ সেখানে কম্পন অনুভূত হয়। এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে ৩১ জানুয়ারি ভূমিকম্পে কেঁপে উঠেছিল কাশ্মীর সহ উত্তর ভারতের বিভিন্ন এলাকা। 
এই উপায়ে সহজেই বদলে ফেলুন আধার কার্ডে আপনার ছবি

এই উপায়ে সহজেই বদলে ফেলুন আধার কার্ডে আপনার ছবি

অনলাইনে আধারের ছবি বদল করা যায় না। ছবি বদলাতে হলে যেতে হবে আধারের আঞ্চলিক দফতরে বা আধার এনরোলমেন্ট সেন্টারে। সেখানে নির্দিষ্ট একটি ফর্ম ফিল আপ করে ছবি বদলের আবেদন জানাতে হবে ৷ তারপর আপনার নতুন করে ছবি নেওয়া হবে ৷ সঙ্গে দিতে হবে ফিঙ্গার প্রিন্ট, ও রেটিনার ছবি। 
আই লিগে মিনার্ভাকে হারিয়ে লাল-হলুদকে সুযোগ দিল গকুলাম

আই লিগে মিনার্ভাকে হারিয়ে লাল-হলুদকে সুযোগ দিল গকুলাম

গকুলামের কাছে হার মিনার্ভার৷ ০-১ গোলে ম্যাচ হারল মিনার্ভা৷ চ্যাম্পিয়নের দৌড়ে এক নম্বরে থাকা মিনার্ভা এদিন ম্যাচ হারায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারাল৷ ১৭ ম্যাচ খেলে লিগ টেবিলের এক নম্বরে রইল নেরোকা৷ দু'ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দু'নম্বরে পঞ্জাব আর ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইস্টবেঙ্গল৷