Short News

ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে কলকাতার কোথায়, কখন পার্টির আয়োজন রয়েছে জানুন

ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে কলকাতার কোথায়, কখন পার্টির আয়োজন রয়েছে জানুন

রাত পোহালেই প্রেম দিবস। আর দুনিয়ার সবচেয়ে সুন্দর এই অনুভূতির উদযাপনে মাতবে সারা বিশ্ব।আর এই দিন উপলক্ষ্যে সারা বিশ্বের সঙ্গে হুল্লোড় আর উদযাপনে মাততে চলেছে 'সিটি অব জয়' কলকাতা। তাই প্রেমকে উদযাপন করতে হলে এই সময়ে কোথায় কোথায় যাওয়া যেতে পারে জেনে নিন।

গম্ভীরের পাশে দাঁড়ালেন তাঁর ফ্যানরা

গম্ভীরের পাশে দাঁড়ালেন তাঁর ফ্যানরা

এবারের টি ২০ লিগে একেবারেই ভাল পারফরমেন্স করতে পারেনি দিল্লি। সেই ব্যর্থতার দায় নিয়ে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর। এই কঠিন পরিস্থিতিতে অবশ্য গম্ভীরের ফ্যানরা তাঁর পাশে আছেন। নেটিজেনরা বলছেন দলের হারের হায় তো একা অধিনায়কের নয়, সকলের। তাহলে কেন গোতি একা দায় নেবেন। 
শরীরের জন্য কেন ভাল সামুদ্রিক মাছ খাওয়া?

শরীরের জন্য কেন ভাল সামুদ্রিক মাছ খাওয়া?

মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড , যা মানসিক চাপ কমাতে পারে। প্রতিদিন সামুদ্রিক মাছ খেলে ডিএইচ এ ফ্যাটি অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি বাড়াতে কাজে দেয়। ব্রেন এবং স্পাইনাল কর্ডের নার্ভ ভাল রাখতে সাহায্য করে সামুদ্রিক মাছ। মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। প্রস্টেট ক্যান্সার দূরে রাখে এই মাছ। 
মিল্ক পাউডার মুখে মাখলে কি হতে পারে?

মিল্ক পাউডার মুখে মাখলে কি হতে পারে?

সম পরিমাণে গুঁড়ো দুধ এবং মধু এক সঙ্গে মিশিয়ে সেই পেস্ট মুখে লাগান। তিরিশ মিনিট পর গরম জলে মুখ ধুয়ে ফেলুন। ত্বক তার হারানো আর্দ্রতা ফিরে পাবে। অ্যালমন্ড গুঁড়ো, গুঁড়ো দুধ এবং মধু একসঙ্গে মিশিয়ে সারা মুখে লাগিয়ে ভাল করে মাসাজ করুন। ত্বক উজ্জ্বল হবে, স্কিন টোনেরও উন্নতি ঘটবে।