Short News

অসম পুলিশি 'নিগ্রহের' ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

অসম পুলিশি 'নিগ্রহের' ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

এক যুবতীকে নিগ্রহের অভিযোগ অভিযুক্ত পুলিশ। ঘটনায় ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় তদন্তের নির্দেশ দিতে বাধ্য হয়েছে অসম পুলিশ। যুবতীর সঙ্গে প্রথমে হাতাহাতি। তারপর শারীরিক নিগ্রহ।দিন কয়েক আগে ভাঙ্গাগড় থানার অনিল প্লাজার সামনে জিএস রোডে ঘটনাটি ঘটে।
চা বা কফির সঙ্গে মেশান এগুলি আর কমান ওজন

চা বা কফির সঙ্গে মেশান এগুলি আর কমান ওজন

সকালে উঠে চা বা কফি খাওয়ার অভ্যেস আমাদের অনেকেরই আছে। এক কাপ ব্ল্যাক কফি বা লিকার চায়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে খেলেই কমবে ওজন। এরজন্য আপনাকে নিতে হবে দু চামচ নারকেল তেল, মধু, এক চা চামচ দারচিনি। এক সঙ্গে এগুলি মিশিয়ে চা বা কফিতে এই মিশ্রণটি ঢেলে খেতে হবে। 
ঘি দিয়ে মাসাজ করলে কী উপকার মেলে?

ঘি দিয়ে মাসাজ করলে কী উপকার মেলে?

ঘি এবং জল নিয়ে তা ভাল করে মুখে লাগিয়ে মাসাজ করলে স্কিনের আর্দ্রতা ফিরে আসে। নিয়মিত ঘি মাসাজ করলে ত্বকের বয়স অনেকটাই কমে যায়। ফাটা ঠোঁটের সমস্যা মেটায় ঘি। ঠোঁটে কালো ছোপ থাকলে তা মেলাতেও সাহায্য করে এটি। চোখের তলায় ঘি দিয়ে মাসাজ করলে মিলিয়ে যাবে ডার্ক সার্কল। 
ঘরোয়া উপায়ে দাঁত সাদা করবেন কীভাবে?

ঘরোয়া উপায়ে দাঁত সাদা করবেন কীভাবে?

হাইড্রোজেন পারঅক্সাইড আছে এমন মাউথ ওয়াশ দিয়ে নিয়মিত শোয়ার আগে কুলকুচি করলে দাঁতের হলুদ আবরণ সরে যায়। কলার খোসা দিয়ে দাঁত ঘষার পর হলকা গরম জল দিয়ে ভাল করে কুলকুচি করে নিন। দেখবেন দাঁত ঝকঝকে লাগছে। নুন, খাবার সোডা দিয়ে দাঁত ঘষলেও হলুদ আবরণ সরে যায়। ভাল কাজ দেয় কমলা লেবুর খোসাও।