Short News

টোঙ্গায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গীতা

টোঙ্গায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গীতা

সামুদ্রিক ঘূর্ণিঝড় গীতা পলিনেশিয়ার টোঙ্গা দ্বীপে আছড়ে পড়ল। অন্তত ৫০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। বিশেষ কপ্টারে নিউজিল্যান্ড থেকে পাঠানো হয়েছে খাদ্য ও পানীয় জল৷ এই ঝড় আছড়ে পড়েছে ফিজিতেও। ঝড়ের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৯০ কিলোমিটার৷ 
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা এই নামেই আসতে চলেছে নচিকেতার প্রথম ছবি

সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা এই নামেই আসতে চলেছে নচিকেতার প্রথম ছবি

জীবনী না হলেও তাঁর জীবনের কিছু ঘটনা যে ছবিতে থাকবে তা নিশ্চিত করেছেন। ছবির চিত্রনাট্য লিখছেন অর্পিতা চট্টোপাধ্যায়। নামে যখন গান আছে তখন ছবি যে মিউজ়িক্যাল হবে তাতে সন্দেহ নেই। ছবিতে যেমন থাকবে নচিকেতার পুরোনো গান, তেমনই থাকবে নতুন গানও। এবার প্রশ্ন নীলাঞ্জনার চরিত্রে কে থাকবেন? সেটা ভেঙে বলেননি পরিচালক। 
নীরব, মেহুল অধরা, তাই কি সাততাড়াতাড়ি গ্রেফতার বিক্রম

নীরব, মেহুল অধরা, তাই কি সাততাড়াতাড়ি গ্রেফতার বিক্রম

বিক্রম কোঠারির বিরুদ্ধে ঋণ খেলাপের অভিযোগও দায়ের করেছিল ব্য়াঙ্ক অফ বারোদা। সেই অভিযোগের সূত্র ধরেই সিবিআই বিক্রম কোঠারির বিরুদ্ধে অভিযোগও দায়ের করে তদন্ত শুরু করেছিল। অবশেষে ২২ ফেব্রুয়ারি তথা বৃহস্পতিবার বিক্রম কোঠারি এবং তাঁর ছেলেকে গ্রেফতার করল সিবিআই।

কলকাতায় অস্বস্তিসূচক বাড়ছে

কলকাতায় অস্বস্তিসূচক বাড়ছে

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তর জন্য কলকাতায় অস্বস্তিসূচক বাড়ছে। আগামী ৪৮ ঘণ্টায় এই পরিস্থিতি থাকবে , বলছে আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনের তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।