Short News

ভারতে এসে নিখোঁজ দুবাইয়ের রাজকন্যা

ভারতে এসে নিখোঁজ দুবাইয়ের রাজকন্যা

পরিবারের হাত থেকে বাঁচতে পালিয়ে ভারতে এসেছিলেন। কিন্তু, হল না শেষরক্ষা। সম্মুখীন হতে হল আরও বড় বিপদের। গোয়া উপকূল থেকে নিখোঁজ হয়ে গিয়েছেন দুবাইয়ের রাজকন্যা শেখা লাতিফা। যা ঘিরে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। নিখোঁজ হয়ে যাওয়া শেখা লাতিফার জনক হচ্ছে দুবাই আমিরশাহির রাজা এবং সংযুক্ত আরব আমিরশাহির প্রধানমন্ত্রী।
উত্তর আলবানিয়ার এই আজব নিয়ম জানেন কি?

উত্তর আলবানিয়ার এই আজব নিয়ম জানেন কি?

উত্তর আলবানিয়ার পার্বত্য এলাকায় মহিলাদের বিয়ে হওয়ার পর স্বামীর ‘সম্পত্তি' হিসাবে মনে করা হয়। যদি পরিবারে কোনও পুরুষ মারা গেলে সেই পরিবারের দায়িত্ব কোনও মহিলার ওপর আসে তাহলে সেই মহিলাকে পুরুষ হতে হয়। নারী থেকে পুরুষ যাঁরা হন, তাঁদেরকে ‘বুরনেশা' বলা হয়। একজন পুরুষ যে ভাবে জীবনযাপন করে সেভাবেই তাঁকে থাকতে হয়। 
‘মহাভারত’ শুরু করতে চাইছেন আমির খান

‘মহাভারত’ শুরু করতে চাইছেন আমির খান

‘ঠাগস অফ হিন্দুস্থান'-এর শুটিং শেষ হলে ‘মহাভারত' শুরু করতে চাইছেন আমির খান। সেই প্রজেক্ট এবার নাকি প্রযোজনা করতে পারে আম্বানি গ্রুপ। যদিও এই খবরের সত্যতা জানা যায়নি। এই নিয়ে আমির খান বা আম্বানিদের কেউই কিছু বলেননি। আপাতত ‘ঠাগস অফ হিন্দুস্থানের' শুটিংয়ে ব্যস্ত আমির খান। 
গোপন ডেরা থেকে ভিডিও বার্তা গুরুংয়ের

গোপন ডেরা থেকে ভিডিও বার্তা গুরুংয়ের

গোপন ডেরা থেকে ভিডিওবার্তা দিলেন ফেরার মোর্চা নেতা বিমল গুরুং। শোনা যাচ্ছিল নেপালের ইলম থেকে STF গ্রেপ্তার করেছে বিমল গুরুংকে। বার্তায় সেই গুজব উড়িয়ে দিয়েছেন তিনি। তিনি জানান গ্রেপ্তার হননি, সুরক্ষিত আছেন। মোর্চা নেতা রোশন গিরি ওই ভিডিওবার্তা সাংবাদিকদের কাছে পাঠিয়ে দেন।