Short News

চাঁদার দাবি না-মানায় বাংলাদেশে হিন্দু পরিবারের বাড়িতে হামলা

চাঁদার দাবি না-মানায় বাংলাদেশে হিন্দু পরিবারের বাড়িতে হামলা

চাঁদার দাবি না মানায় বাংলাদেশে হামলার মুখে সংখ্যালঘু হিন্দু পরিবার। রবিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ঘটনা। ঘটনায় এক আওয়ামি লিগ নেতার আত্মীয় অভি‌যুক্ত বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিস আধিকারিক জানিয়েছেন, এখনো লিখিত অভি‌যোগ পাইনি। পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 
মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে আসছি, বললেন কমল হাসান

মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে আসছি, বললেন কমল হাসান

আজ নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন কমল হাসান। মাদুরাইয়ের ওথাকাড়ি ময়দানে একটি প্রকাশ্য সমাবেশে নিজের দলের নাম ঘোষণা করবেন তিনি। কমল হাসান জানিয়েছেন মানুষের সেবা করতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

এবার বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠব অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই নাকি এই অত্যাচার চালানো হচ্ছিল। একথা জানতে পেরে বুধবার স্কুলের সামনে প্রতিবাদ জানান অভিভাবকরা। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ। 
'ইমেজ' পুনরুদ্ধারের লড়াই, অনুশীলনে নেমে পড়ল আইপিএলের এই দল

'ইমেজ' পুনরুদ্ধারের লড়াই, অনুশীলনে নেমে পড়ল আইপিএলের এই দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফার্স্ট বেল বেজে গেছে নিলামের সঙ্গে সঙ্গেই। টুর্নামেন্ট শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। কিন্তু এরমধ্যেই কোমড় বেঁধে নেমে পড়ল আইপিএলের দল রাজস্থান রয়ালস। পুরোন ফ্যানদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছোট ছোট আপডেটও দিচ্ছে আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়ালস।