Short News

চাঁদার দাবি না-মানায় বাংলাদেশে হিন্দু পরিবারের বাড়িতে হামলা

চাঁদার দাবি না-মানায় বাংলাদেশে হিন্দু পরিবারের বাড়িতে হামলা

চাঁদার দাবি না মানায় বাংলাদেশে হামলার মুখে সংখ্যালঘু হিন্দু পরিবার। রবিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের ঘটনা। ঘটনায় এক আওয়ামি লিগ নেতার আত্মীয় অভি‌যুক্ত বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিস আধিকারিক জানিয়েছেন, এখনো লিখিত অভি‌যোগ পাইনি। পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। 
আগুনে ভস্মীভূত 'কেশরী'র শ্যুটিং সেট

আগুনে ভস্মীভূত 'কেশরী'র শ্যুটিং সেট

আগুনে ভস্মীভূত অক্ষয় কুমারের আগামী ছবি 'কেশরী'র শ্যুটিং সেট।বলিউড লাইফ সূত্রে খবর, মঙ্গলবার যুদ্ধের দৃশ্যের শ্যুটিং চলছিল। সেসময়ই 'কেশরী'র সেটে আগুন ধরে যায়। তবে এই আগুন লাগার ঘটনায় কেউ জখম হয়নি। জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বইয়ের ওয়াই এলাকায় 'কেশরী'র শ্যুটিং চলছিল। 
কোনও কৃতিত্বই নেই! বিজেপির ত্রিপুরা জয় নিয়ে কটাক্ষ মমতার

কোনও কৃতিত্বই নেই! বিজেপির ত্রিপুরা জয় নিয়ে কটাক্ষ মমতার

ত্রিপুরা জয়ে বিজেপিকে কোনও কৃতিত্ব দিতেই রাজি নন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা জয়কে রাজ্যে পুর নির্বাচনের সঙ্গে তুলনা করেছেন তিনি। ২৫ বছরের বাম সরকারকে সরিয়ে ত্রিপুরায় বিজেপির ক্ষমতায় আসায় তাঁর রাজ্যের ভোটে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূলের নাম করে ভুয়ো ‘মিডিয়া সেল’-এর জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১

তৃণমূলের নাম করে ভুয়ো ‘মিডিয়া সেল’-এর জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ১

তৃণমূলের নাম করে ভুয়ো ‘মিডিয়া সেল'-এর জালিয়াতি। লালবাজারের গোয়েন্দাদের হাতে ধরা পড়ল অভিযুক্ত। রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এই বিষয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তের নাম সৌবির বন্দ্যোপাধ্যায়। সে হুগলির চুঁচুড়ার বাসিন্দা। সরকারি আধিকারিকের কাছে ‘মিডিয়া সেল'-এর নাম করে মেল পাঠানো হচ্ছে।