Short News

বিল মেটানো হয়নি বলে শিশুকে আটকে রাখল হাসপাতাল, বিল মেটালেন দেশের নাগরিকরা

বিল মেটানো হয়নি বলে শিশুকে আটকে রাখল হাসপাতাল, বিল মেটালেন দেশের নাগরিকরা

আফ্রিকার গ্যাবনে সোনিয়া অকোমে নামে এক মহিলা প্রিম্যাচিওয়র কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটিকে ৩৫ দিন ইনকিউবেটরে রাখা হয়, বিল হয় দুই মিলিয়ন সিএফএ, যা মেটানোর সামর্থ্য় ছিল না মহিলার। তাই শিশুটিকে ছাড়ে নি হাসপাতাল। একথা জানতে পেরে দেশের নাগরিকরাই টাকা তুলে হাসপাতালের বিল মেটান। 
বরোদা দল থেকে বাদ পড়লেন ইউসুফ পাঠান

বরোদা দল থেকে বাদ পড়লেন ইউসুফ পাঠান

বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে বরোদা দল থেকে বাদ পড়লেন ইউসুফ পাঠান। তাঁর বদলে দলে ঢুকেছেন অক্ষয় ব্রহ্মভাট। আসলে এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভাল খেলতে পারেননি ইউসুফ। ৬ ম্যাচে তিনি মাত্র ৭৯ রান করেছেন। নিয়েছেন মাত্র ১টি উইকেট ।
মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে আসছি, বললেন কমল হাসান

মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে আসছি, বললেন কমল হাসান

আজ নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন কমল হাসান। মাদুরাইয়ের ওথাকাড়ি ময়দানে একটি প্রকাশ্য সমাবেশে নিজের দলের নাম ঘোষণা করবেন তিনি। কমল হাসান জানিয়েছেন মানুষের সেবা করতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

এবার বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠব অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই নাকি এই অত্যাচার চালানো হচ্ছিল। একথা জানতে পেরে বুধবার স্কুলের সামনে প্রতিবাদ জানান অভিভাবকরা। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ।