Short News

হাফিজ সঈদ এবং তার সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকা ভুক্ত করল পাকিস্তান

হাফিজ সঈদ এবং তার সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকা ভুক্ত করল পাকিস্তান

অবশেষে আন্তর্জাতিক চাপের কাছে মাথা নোয়াতে বাধ্য হল পাকিস্তান। হাফিজ সঈদ এবং তার সংগঠন জামাত-উদ-দাওয়াকে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদী সংগঠনের তালিকা ভুক্ত করল পাকিস্তান সরকার। সে দেশের প্রেসিডেন্ট সম্প্রতি এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেছেন। ফলে পাকিস্তানে এই জঙ্গি নেতা ও সংগঠনের অফিস বন্ধ করা হবে। 
বালুরঘাটে শিলাবৃষ্টি, কমল তাপমাত্রা

বালুরঘাটে শিলাবৃষ্টি, কমল তাপমাত্রা

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বুধবার দুপুরে শিলাবৃষ্টি হয়। বাংলা যখন গরমে নাজেহাল তখন এই বৃষ্টি স্বস্তি এনে দিল বালুরঘাটবাসীদের। যদিও এই শিলাবৃষ্টির ফলে আমের ক্ষতি হয়েছে বলে খবর মিলেছে। তবে খুব বেশি ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। 
আসারামের সঙ্গে মোদীর ভিডিও টুইট করল কংগ্রেস

আসারামের সঙ্গে মোদীর ভিডিও টুইট করল কংগ্রেস

আসারাম বাপুর সঙ্গে নরেন্দ্র মোদীর একটি পুরোনো ভিডিও এদিন টুইট করল কংগ্রেস। ভিডিওতে মোদীকে আসারামের প্রশংসা করতে শোনা গেছে। ভিডিও-এর নিচে কংগ্রেস লিখেছে ঈশপের গল্প থেকেই আমরা শিখেছি, একটা মানুষকে সে কোন সঙ্গে রয়েছে, তা দেখেই বিচার করতে হয়। 
সঞ্জু স্যামসনকে টুইটারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিনোদ কাম্বলি

সঞ্জু স্যামসনকে টুইটারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিনোদ কাম্বলি

সঞ্জু স্যামসনকে টুইটারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিনোদ কাম্বলি। এখনও পর্যন্ত টি ২০ লিগে সেইভাবে পারফরমেন্স করে দেখাতে পারেননি সঞ্জু। কাম্বলি বলেন ধারাভাষ্যকাররা যেরকম প্রশংসা করছেন, সেই অনুযায়ী পারফরম্যান্স সঞ্জু করেননি। এরজন্য অবশ্য পালটা সমালোচনার মুখে পড়েন কাম্বলি।