Short News

প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিং

প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিং

প্রয়াত স্টিফেন হকিং। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৬ বছর। লন্ডনের কেমব্রিজে নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে। তার পরিবারের মুখপাত্র একটি ইমেলের মাধ্যমে এই সংবাদ ব্লুমবার্গকে জানিয়েছেন। পদার্থ বিজ্ঞানের জগতে তার মৃত্যু এক অপূরণীয় শূণ্যতা তৈরি করল।
রাজ্যসভার সদস্যদের আচরণে বিরক্ত, নির্ধারিত ডিনার বাতিল করলেন বেঙ্কাইয়া নাইডু

রাজ্যসভার সদস্যদের আচরণে বিরক্ত, নির্ধারিত ডিনার বাতিল করলেন বেঙ্কাইয়া নাইডু

রাজ্যসভার সদস্যদের আচরণে তিতিবিরক্ত হয়ে গেছেন বেঙ্কাইয়া নাইডু। তাই আগামীকালের নির্ধারিত ডিনার বাতিল করলেন তিনি। দুসপ্তাহের ওপর সভার স্বাভাবিক কাজকর্ম স্তব্ধ হয়ে রয়েছে। এটা নিয়ে বেঙ্কাইয়া নাইডু একেবারেই খুশি নন। তাই সব আয়োজন বাতিল করা হয়েছে। 
জানেন কি প্রিয়া প্রকাশের ফোন নম্বর কী?

জানেন কি প্রিয়া প্রকাশের ফোন নম্বর কী?

ন্যাশনাল ক্রাশ হয়ে ওঠা প্রিয়া প্রকাশের সঙ্গে দেখা বা কথা বলতে চান না এমন ছেলে এখন খুঁজে মেলা ভার। কিন্তু এই খবর শুনলে মন খারাপ হতে পারে তাঁদের। কারণ প্রিয়া প্রকাশের বাবা জানিয়েছেন প্রিয়ার ফোনে কোনও সিম কার্ড নেই। প্রিয়াকে ফোন করতে হলে ওঁর বন্ধুরা প্রিয়ার মায়ের ফোনে ফোন করে। আসলে প্রিয়ার পরিবার ভীষণ রক্ষণশীল। 
বিরাটের নতুন হেয়ারস্টাইল দেখেছেন?

বিরাটের নতুন হেয়ারস্টাইল দেখেছেন?

বিরাটের ব্যাট হোক বা বিরাটের লুক, বিরাট প্রেমে মজেছে গোটা দুনিয়া। আইপিএল শুরু হওয়ার আগে নিজের হেয়ারস্টাইল যেমন আবার বদলে ফেললেন কোহলি। এবার তিনি হেয়ার কাট নিয়েছেন হেয়ার স্টাইলিশ আলিম হাকিমের কাছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট।