‘INS CHAKRA’-এর মেরামতিতে ১২৫কোটি টাকা দাবি করল রাশিয়া
বিদেশ
- 2 month, 9 days ago
নিউক্লিয়ার সাবমেরিন INS Chakra-এর মেরামতির জন্য প্রায় ১২৫কোটি টাকা দাবি করল রাশিয়া৷ সূত্রের খবর, গত বছর অক্টোবরে এই সাবমেরিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায়৷ প্রসঙ্গত, ভারতের নিউক্লিয়ার সাবমেরিন INS Chakra কেন ক্ষতিগ্রস্ত হয়, তার অনুসন্ধানে রাশিয়ার টেকনিক্যাল টিম ভাইজাগে আসে গত বছরই৷