Short News

সাদ্দাম হোসেনের  মেয়ে ইরাকের মোস্ট ওয়ান্টেডের তালিকায়

সাদ্দাম হোসেনের মেয়ে ইরাকের মোস্ট ওয়ান্টেডের তালিকায়

ইরাকের প্রাক্তন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাঘাদের নাম সে দেশের মোস্ট ওয়ান্টেডের তালিকায় আছে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট, আল-কায়েদার সঙ্গে তার যোগাযোগ আছে বলে অভিযোগ। রাঘাদ বর্তমানে জর্ডানে বসবাস করছেন। এই তালিকায় মোট ৬০ জনের নাম আছে। 
মেয়াদ পূরণের আগেই খালিদ বিদায় ইস্টবেঙ্গল থেকে

মেয়াদ পূরণের আগেই খালিদ বিদায় ইস্টবেঙ্গল থেকে

লাল-হলুদের কর্তারা জানিয়ে দিলেন খালিদ জামিল আর ইস্টবেঙ্গলের কোচ থাকছেন না। মেয়াদ শেষ হওয়ার আগেই ইস্টবেঙ্গলকে বিদায় জানাতে হচ্ছে খালিদকে। খালিদ বিদায় যে হচ্ছে তা পরিস্কার হয়ে গিয়েছিল সুপার-কাপের ফাইনালের পরই। আইজল এফসি-কে আইলিগ এনে দেওয়া খালিদ জামিলকে ২ বছরের জন্য কোচ করে নিয়ে এসেছিল ইস্টবেঙ্গল।
‘বিসর্জন’ এর সিক্যুয়েল  আসছে

‘বিসর্জন’ এর সিক্যুয়েল আসছে

‘বিসর্জন' এর সিক্যুয়েল আসার কথা ঘোষণা করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। নতুন ছবির নাম বিজয়া। এই ফিল্মে কলকাতায় হিন্দু-মুসলমান সাম্প্রদায়িক পরিস্থিতিকে তুলে ধরা হবে বলে জানান পরিচালক। মূল চরিত্রে থাকছেন জয়া আহসান এবং আবির চট্টোপাধ্যায়। এই ছবির জন্য কালিকাপ্রসাদের রেখে যাওয়া গানকেই বেছে নিয়েছেন পরিচালক। 
আগামী ৪৮ ঘণ্টায় ঝড় বৃষ্টি হতে পারে শহরে

আগামী ৪৮ ঘণ্টায় ঝড় বৃষ্টি হতে পারে শহরে

বৃহস্পতিবার সন্ধায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হয় ঝড় বৃষ্টি। এদিনও জোড়া কালবৈশাখী হয়। ৭টা ৫০ নাগাদ প্রথম ঝড় আসে, যার গতিবেগ ছিল ঘন্টায় ৪৭ কিলোমিটার। রাত ৮টা বেজে পাঁচ মিনিটে দ্বিতীয় ঝড় ৮০ কিমি বেগে আছড়ে পড়ে। আগামী ৪৮ ঘন্টা রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির সম্ভাবনা আছে।