Short News

মহিলাকে প্রকাশ্যে চুম্বন করে পদত্যাগে বাধ্য হলেন মার্কিন সেনেটর

মহিলাকে প্রকাশ্যে চুম্বন করে পদত্যাগে বাধ্য হলেন মার্কিন সেনেটর

প্রকাশ্যে মহিলাকে চুমু খেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেনেট সদস্য বিল ডিক্স। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সোমবার ভিডিওটি প্রকাশ্যে আসে। সমালোচনা এড়াতে প্রায় সঙ্গে সঙ্গেই পদত্যাগপত্র জমা দেন বিল ডিক্স। এদিকে জানা গেছে চুম্বনকাণ্ড সংক্রান্ত অভিযোগে হতাশ হয়েছেন ওই মহিলা। 
ধূমপান করলে কালা হয়ে  যেতে পারেন

ধূমপান করলে কালা হয়ে যেতে পারেন

জাপানের এক গবেষণা ধূমপান নিয়ে নতুন তথ্য দিল। গবেষণার রিপোর্ট বলছে ধূমপানের ফলে শ্রবণক্ষমতার প্রায় ৬০ শতাংশ মানুষ হারাতে পারে। ৫০ হাজার মানুষের প্রোফাইল গবেষণা করে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেল্থ বলছে যে সব রোগী ধূমপানে অভ্যস্থ, তাদের ২০ থেকে ৬০ শতাংশ শ্রবণ ক্ষমতা হারিয়েছে। 
হলিউডের বড়  প্রজেক্টে রণবীর সিং?

হলিউডের বড় প্রজেক্টে রণবীর সিং?

তাঁর প্রেমিকা দীপিকা পাড়ুকোনে আগেই বলিউডে সুযোগ পেয়েছেন। এবার শোনা যাচ্ছে হলিউডের বড় একটা প্রজেক্টে কাজ করতে চলেছেন রণবীর সিংও। তবে ফেসবুক লাইভে রণবীর জানান কথাটা পুরো ঠিক নয়। হলিউডে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি ঠিকই। কিন্তু জোয়া আখতারের 'গলি বয়' নিয়ে ব্যস্ত থাকার কারণে সেই প্রজেক্টে সই করেননি তিনি। 
এবার বাড়িতেই থ্রি ডি মূর্তি বানিয়ে রাখুন

এবার বাড়িতেই থ্রি ডি মূর্তি বানিয়ে রাখুন

এবার বাড়িতেই থ্রিডি সেলি মূর্তি বানিয়ে রাখতে পারেন। সৃজন ক্রিয়েশনস নামে এক সংস্থা এই পরিষেবা দিচ্ছে। প্রথমে ৩৬০ ডিগ্রি স্ক্যান করা হবে আপনার মুখের। তারপর থ্রি ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয় মূর্তি। সব মিলিয়ে খরচ পড়বে দু' হাজার টাকা।এক-একটি মূর্তি তৈরিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে।