Short News

লন্ডন হাইকোর্টে মামলা হারলেন বিজয় মালিয়া, দিতে হবে ৯ কোটি

লন্ডন হাইকোর্টে মামলা হারলেন বিজয় মালিয়া, দিতে হবে ৯ কোটি

ঝটকা খেলেন বিজয় মালিয়া৷ বিওসি এভিয়েশন মামলায় রায় এসে গেল৷ এবার বিজয় মালিয়াকে দিতে হবে ৯কোটি ডলার৷ লন্ডনের হাই কোর্ট থেকে গায় ঘোষনা করা হয়েছে বিজয় মালিয়াকে ফেরত দিতে হবে আমানতের টাকা৷ এই মরশুমের লিজ গ্রহণের ক্ষেত্রে, মালিয়ার বিরুদ্ধে সিঙ্গাপুরের বিওসি অ্যাভিয়েশন মামলা করেছিল প্রায় ৯ কোটি টাকার৷
দেবী লক্ষীর আগমণ ঘটাতে কী কী নিয়ম মেনে চলা উচিত?

দেবী লক্ষীর আগমণ ঘটাতে কী কী নিয়ম মেনে চলা উচিত?

মা লক্ষী হলেন সমৃদ্ধির দেবী। তাই তো গৃহস্থে মায়ের পায়ের ছাপ পরার প্রয়োজনকে কোনওভাবেই উপেক্ষা করা সম্ভব নয়। আর একথা তো সবারই জানা আছে যে মায়ের একবার আগমণ ঘটলে অর্থনৈতিক উন্নতি তো ঘটেই। সেই সঙ্গে সুখ-শান্তির ঝাঁপি কখনও খালি হয় না।

ছোটপর্দায় পা রাখছেন মিনিশা লাম্বা

ছোটপর্দায় পা রাখছেন মিনিশা লাম্বা

‘টেনালি রামা' সিরিয়ালে দেখা যাবে অভিনেত্রী মিনিশা লাম্বাকে। এই সিরিয়ালে একজন ফ্যান্টাসি ক্যারেক্টারে অভিনয় করতে চলেছেন তিনি। নায়িকার বিপরীতে দেখা যাবে, অভিনেতা কেইথ সিকিউরাকে। ২০১৩ সালের ‘জিলা গাজিয়াবাদ' সিনেমায় শেষবার মিনিশাকে দেখা গিয়েছিল। 
কলকাতা হাইকোর্টে কর্মবিরতিতে আইনজীবীরা

কলকাতা হাইকোর্টে কর্মবিরতিতে আইনজীবীরা

কর্মবিরতি পালন করছেন কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের সদস্যরা। যার জেরে আদালতের কাজকর্ম প্রায় বন্ধ। যদিও এই কর্মবিরতিতে সামিল হয়নি তৃণমূলের আইনজীবী সেল। হাইকোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন আইনজীবীরা।