Short News

চটজলদি মরতে না চাইলে ভুলেও সুগন্ধি মোমবাতি ব্যবহার করবেন না

চটজলদি মরতে না চাইলে ভুলেও সুগন্ধি মোমবাতি ব্যবহার করবেন না

সুগন্ধি মোমবাতি জ্বালালে বিষাক্ত ধোঁয়ায় ভরে যায় সারা ঘর। ফলে শরীরের মারাত্মক ক্ষতি হয়। যদিও আপাত দৃষ্টিতে দেহের অন্দরের এই ক্ষয় আমাদের চোখে পরে না, ফলে আমরা জানতেই পারিনা যে মোমাবাতি ধীরে ধীরে আমাদের শেষ করে দিচ্ছে। কমিয়ে দিচ্ছে আয়ু। প্রসঙ্গত, স্মোকিং-এর থেকেও বেশি ক্ষতি করে এইসব সুগন্ধি মোমবাতিগুলি।

স্বজনপোষণের শিকার হয়েছিলেন সুরভিন চাওলা

স্বজনপোষণের শিকার হয়েছিলেন সুরভিন চাওলা

হিন্দি ধারাবাহিকে অভিনয় করা সুরভিন চাওলা বলিউডে পা রাখেন হেট স্টোরি টু ছবির হাত ধরে। সম্প্রতি সুরভিন জানিয়েছেন হেট স্টোরি টুয়ের আগেই একটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু পরে সুরভিন জানতে পারে তাঁর বদলে কোনও এক স্টার কিড ওই ফিল্মটি করছেন। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন তিনি। 
বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র

বলিউডে কাস্টিং কাউচ নিয়ে বিবিসি-এর তথ্যচিত্র

সিনেমা জগতে কাস্টিং কাউচ ও যৌন নির্যাতন নিয়ে বিবিসি একটি তথ্যচিত্র তৈরি করেছে। বলিউড ডার্ক সিক্রেট নামে ওই তথ্যচিত্রে মুখ খুলেন রাধিকা আপ্তে ও ঊষা যাদব। এর আগেও কাস্টিং কাউচ নিয়ে কথা বলেছিলেন রাধিকা। মরাঠি সিনেমার জন্য পুরস্কার জয়ী ঊষা জানিয়েছেন তাঁকে বলা হয়েছিল কেরিয়ার তৈরি করতে চাইলে শয্যাসঙ্গিনী হতে হয়। 
আগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোন

আগামী মাসেই হয়তো লঞ্চ হবে নতুন আইফোন

এক জাপানী ওয়েবসাইটে জানানো হয়েছে এই খবর। iPhone SE 2 এর ডিজাইন অনেকটাই তার ছোট ভাই iPhone SE এর মতোই হতে চলেছে বলে জানানো হয়েছে এই রিপোর্টে। যদিও ফেস আইডি ব্যাবহার না করে এই ফোনে হয়তো টাচ আইডি ব্যাবহার করবে অ্যাপেল। যদিও সবথেকে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই iPhone SE 2 থেকে হেডফোন জ্যাক সরিয়ে দেওয়ার খবর।