Short News

বৃহষ্পতিবার এই কাজগুলি করলে বড়লোক হয়ে উঠতে পারবেন!

বৃহষ্পতিবার এই কাজগুলি করলে বড়লোক হয়ে উঠতে পারবেন!

প্রতি বৃহষ্পতিবার সকাল সকাল উঠে স্নান সেরে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তির সামনে দুটো প্রদীপ জ্বেলে যদি এক মনে দেবের নাম নিতে পারেন, তাহলে বিষ্ণ দেব বেজায় প্রসন্ন হন। আর একবার ভঘবান বিষ্ণু প্রসন্ন হলে কুষ্টিতে বৃহষ্পতির অবস্থানও বদলাতে শুরু করে। ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে সময় লাগে না।

পুলিশের জিজ্ঞাসাবাদের পর আত্মঘাতী ব্যক্তি

পুলিশের জিজ্ঞাসাবাদের পর আত্মঘাতী ব্যক্তি

সলুয়ায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল বাগুইআটি থানার পুলিশ। মৃতের নাম শম্ভু মণ্ডল। দেহ ময়নাদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিজিৎ সামুই নামে এক ব্যক্তির গলার নলি কাটা দেহ উদ্ধার হয়। এই মামলায় গতকাল অভিজিতের পরিবারের পাশাপাশি শম্ভুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। স্থানীয়দের মতে, আতঙ্কের ফলেই আত্মঘাতী হন শম্ভু।
আজ সোমবার, জেনে নিন কলকাতায় পেট্রল ডিজেলের দাম

আজ সোমবার, জেনে নিন কলকাতায় পেট্রল ডিজেলের দাম

কর্ণাটক নির্বাচনের পর থেকে ক্রমশই বেড়ে চলেছে পেট্রল ডিজেলের দাম। আজ সোমবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ৭৯.২৪ টাকা, গতকাল যা ছিল ৭৮.৯১ টাকা। অন্যদিকে আজ এক লিটার ডিজেলের দাম ৭০.৩৭ টাকা, গতকাল যা ছিল ৭০.১২ টাকা।  
কৈখালিতে সিভিক ভলান্টিয়ার খুন: সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন, জেরায় জানালেন স্বামী

কৈখালিতে সিভিক ভলান্টিয়ার খুন: সুপারি কিলার দিয়ে স্ত্রীকে খুন, জেরায় জানালেন স্বামী

কৈখালিতে মহিলা সিভিক ভলান্টিয়ার শম্পা দাসের খুনের ঘটনায় গ্রেফতার স্বামী। ধৃত সুপ্রতিম দাসের দাবি, তাঁর ও তাঁর মায়ের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালাতেন শম্পা। নিজের নামে সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দিতেন। সেই কারণেই সুপারি কিলার নিয়োগ করে স্ত্রীকে খুনের পরিকল্পনা বলে দাবি মৃত সিভিক ভলান্টিয়ারের স্বামীর।