Short News

রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!

রোজ এক বাটি দই খান আর ডাক্তারকে ভুলে যান!

সম্প্রতি জার্নাল অব নিউট্রিশনে প্রকাশিত একটি গবেষণা পত্র অনুসারে নিয়মিত দই খাওয়া শুরু করলে দেহের অন্দরে প্রদাহের মাত্রা কমতে শুরু করে। ফলে হার্টের কোনও ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি পেটের রোগ, আর্থ্রাইটিস এবং অ্যাস্থেমার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও হ্রাস পায়।

বজুভাই ভালার ইস্তফা চাইলেন সীতারাম ইয়েচুরি

বজুভাই ভালার ইস্তফা চাইলেন সীতারাম ইয়েচুরি

কর্ণাটকের রাজ্যপাল বজুভাই ভালার ইস্তফা চাইলেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। বিজেপিকে সরকার গড়ার আমন্ত্রণ জানান ভালা। তাঁর সেই সিদ্ধান্ত ভুল ছিল, বলছেন ইয়েচুরি। ইয়েচুরি বলেন, রাজ্যপালের ওই সিদ্ধান্ত ছিল অশুভ, ওনার সাংবিধানিক এক্তিয়ারের বাইরে। তাই তাঁর ইস্তফা দেওয়া উচিত। 
গুজরাতে গানের অনুষ্ঠানে হল টাকার বৃষ্টি

গুজরাতে গানের অনুষ্ঠানে হল টাকার বৃষ্টি

গুজরাতের ভালসাদ জেলায় এক দানধ্যানমূলক অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন লোকশিল্পীদের দল। সেই অনুষ্ঠানে ৫০ লাখের মত টাকার বৃষ্টি হল। গায়ক গায়িকা ব্রিজরাজদান গাদভি ও গীতা রাবারের ওপর ১০, ২০০ ও ৫০০ টাকার নোট ছুঁড়ে দেন শ্রোতারা। দাতব্য সংগঠন জলরাম মানব সেবা ট্রাস্টকে এই ৫০ লাখ টাকা দেওয়া হবে। 
কিশোরের পৈতৃক ভিটে গৌরীকুঞ্জ বিক্রি হয়ে গেছে

কিশোরের পৈতৃক ভিটে গৌরীকুঞ্জ বিক্রি হয়ে গেছে

কিশোর কুমারের পৈতৃক ভিটে গৌরীকুঞ্জ মধ্যপ্রদেশের খাণ্ডওয়ায় ছিল। সম্প্রতি শোনা গেছে সেই বাড়ি নাকি বিক্রি হয়ে গেছে। অভয় জৈন নামে স্থানীয় এক ব্যবসায়ী বাড়িটি কিনেছেন। কিশোরের বাসস্থান বিক্রির খবরে ভেঙে পড়েছেন তাঁর অনুরাগীরা। যদিও এই বিষয়ে মুখ খোলেনি তাঁর পরিবার।