Short News

কর্তাকে প্রেমদিবসে দেওয়াল লিখন বার্তা গিন্নির, বিয়ের পর বিরাটকে যে বার্তা দিলেন অনুষ্কা

কর্তাকে প্রেমদিবসে দেওয়াল লিখন বার্তা গিন্নির, বিয়ের পর বিরাটকে যে বার্তা দিলেন অনুষ্কা

বিয়ের পর প্রথম প্রেম দিবস দেশের এই মুহূর্তে সবচেয়ে হট হ্যাপেনিং জুটি বিরুষ্কার। সারাদিন ধরে ফ্যানরা বসে আছেন কী শুভেচ্ছাবার্তা বিনিময় করেন এঁরা। ঠিক এবছর আগে এমন দিনেই বিরাট কোহলি নিজের সোশ্যাল ওয়ালে রোজই প্রেমদিবসের বার্তা দিয়েছিলেন। ছবিতে বিরাট - নুষ্কিকে একসঙ্গে দেখা যাচ্ছিল।

মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে আসছি, বললেন কমল হাসান

মানুষের পাশে দাঁড়াতেই রাজনীতিতে আসছি, বললেন কমল হাসান

আজ নিজের রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন কমল হাসান। মাদুরাইয়ের ওথাকাড়ি ময়দানে একটি প্রকাশ্য সমাবেশে নিজের দলের নাম ঘোষণা করবেন তিনি। কমল হাসান জানিয়েছেন মানুষের সেবা করতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 
বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ

এবার বেলুড় গার্লসে ক্লাস টুয়ের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠব অশিক্ষক কর্মচারীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই নাকি এই অত্যাচার চালানো হচ্ছিল। একথা জানতে পেরে বুধবার স্কুলের সামনে প্রতিবাদ জানান অভিভাবকরা। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ। 
'ইমেজ' পুনরুদ্ধারের লড়াই, অনুশীলনে নেমে পড়ল আইপিএলের এই দল

'ইমেজ' পুনরুদ্ধারের লড়াই, অনুশীলনে নেমে পড়ল আইপিএলের এই দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফার্স্ট বেল বেজে গেছে নিলামের সঙ্গে সঙ্গেই। টুর্নামেন্ট শুরু হবে এপ্রিলের ৭ তারিখ থেকে। কিন্তু এরমধ্যেই কোমড় বেঁধে নেমে পড়ল আইপিএলের দল রাজস্থান রয়ালস। পুরোন ফ্যানদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে এবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছোট ছোট আপডেটও দিচ্ছে আইপিএলের ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়ালস।