Short News

টি ২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডুমিনি

টি ২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন ডুমিনি

ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচের পর থেকে চোটের জন্য খেলতে পারছেন না ডুপ্লেসি। টি ২০ সিরিজেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতিতে টি ২০ সিরিজের জন্য জে পি ডুমিনিকে অধিনায়ক বাছা হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে আমলা ও মার্করামকে৷ 
বাথরুমের বালতিতে ‘সলিল সমাধি’ একরত্তি শিশুর, মর্মান্তিক ঘটনায় শূন্য মায়ের কোল

বাথরুমের বালতিতে ‘সলিল সমাধি’ একরত্তি শিশুর, মর্মান্তিক ঘটনায় শূন্য মায়ের কোল

হঠাৎ খেলতে খেলতে বাথরুমে ঢুকে গিয়েছিল বছর দেড়েকের ছোট্ট রাজগোপাল। বাড়ির কাজে ব্যস্ত মা টেরও পাননি দস্যি ছেলের এই কাণ্ড। খেয়াল হতেই রাজগোপাপালের খোঁজ পড়ল। দুধের শিশুর খোঁজে বাথরুমে ঢুকেই চক্ষু চড়কগাছ মায়ের। ভরা বালতিতে মাথা গুঁজে পড়ে রয়েছে নিথর ছোট্ট দেহটা।

ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের পরবর্তী প্ল্যান কী! মুখ খুললেন সুন্দরী

ইন্টারনেট সেনসেশন প্রিয়া প্রকাশের পরবর্তী প্ল্যান কী! মুখ খুললেন সুন্দরী

তাঁর চাউনি ,তাঁর হাসি সব কিছুই শীতলতা বইয়ে দেয় যুবক হৃদয়ে। তাঁর এক চোখের পলক পড়াতেই কাত কাশ্মীর থেকে কন্যা কুমারীর বহু পুরুষ হৃদয়!  তাঁকে ঘিরে কৌতূহলের শেষ নেই তাঁর ভক্তদের। এবার এই অভিনেত্রীর পরবর্তী প্ল্যান নিয়ে উঠে এল কয়েকটি তথ্য।

নীরব মোদীকাণ্ডে নাম জড়াচ্ছে আম্বানি পরিবারের এক সদস্যের, সিল পিএনবি-র একটি শাখা

নীরব মোদীকাণ্ডে নাম জড়াচ্ছে আম্বানি পরিবারের এক সদস্যের, সিল পিএনবি-র একটি শাখা

হীরে ব্যবসায়ী নীরব মোদীকে নিয়ে জোরকদমে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই মুম্বইয়ের ব্র্যান্ডি হাউসের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখা সিল করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এই শাখাতেই আর্থিক জালিয়াতি শুরু করেন নীরব মোদী।