Short News

শীতকালীন অলিম্পিকে উঠল ডোপিং-এর অভিযোগ

শীতকালীন অলিম্পিকে উঠল ডোপিং-এর অভিযোগ

শীতকালীন অলিম্পিকের আকাশেও ঘনিয়ে এল ডোপের কালো ছায়া। জাপানের শর্ট ট্র্যাক স্পিডস্কেটার কেই সাইতোর মূত্র নমুনায় নিষিদ্ধ ওষুধ পাওয়া গেছে। আজ কোর্ট অফ আর্বিট্রেশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে চলতি গেমসে এই প্রথম কোনও ডোপিংয়ের ঘটনা ধরা হল। স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। 
প্রয়াত  তেলুগু অভিনেতা গুন্ডু হনুমান্ত রাও

প্রয়াত তেলুগু অভিনেতা গুন্ডু হনুমান্ত রাও

চলে গেলেন তেলুগু অভিনেতা গুন্ডু হনুমান্ত রাও। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৬১। সোমবার হয়দরাবাদে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। পারিবারিক সূত্রের খবর, হার্ট ও কিডনির সমস্যায় বেশ কিছুদিন ধরে তিনি ভুগছিলেন। 
পশ্চিমী ঝঞ্ঝায় শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

পশ্চিমী ঝঞ্ঝায় শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে

দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও, উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রধান কারণ সিকিমের উপর পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। আজ সিকিম এবং দার্জিলিংয়ে বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদার আকাশ আংশিক মেঘলা থাকবে। 
গোয়া বিধানসভায় ঢুকতে বাধা পর্রীকরের অসুস্থতার খবর লেখা সাংবাদিককে

গোয়া বিধানসভায় ঢুকতে বাধা পর্রীকরের অসুস্থতার খবর লেখা সাংবাদিককে

মনোহর পর্রীকরের অসুস্থতার খবর প্রচার করে পরে প্রত্যাহার করে নেওয়া সাংবাদিককে ঢুকতে দেওয়া হল না গোয়া বিধানসভায়। সোমবার বিধানসভার বাজেট অধিবেশন শুরুর দিনে বিধানসভার নিরাপত্তারক্ষীরা হরিশ ভোলভোইকার নামে ওই সাংবাদিককে ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করেন। হরিশ গোয়াজাংশন ডট কম নামে একটি ওয়েবসাইট চালান।